খালেদার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় জয়শংকর, স্বাগত জানালেন বিদেশ সচিব, নয়া কূটনৈতিক সমীকরণ?

December 31, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি (BNP) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার (Khaleda Zia) প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। প্রয়াত নেত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া বা ‘জানাজা’য় অংশ নিতে বুধবার সকালেই ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। এদিন ভারতীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে তিনি বাংলাদেশের বাশার বিমানঘাঁটিতে অবতরণ করেন। সেখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সচিব এম ফারহাদ হোসেন (M Farhad Hossain)।

মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, ‘‘বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’

তবে জয়শংকরের এই সফরকে কেবল সৌজন্যমূলক বলে মনে করছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ভোটমুখী বাংলাদেশে এই সফর কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেভাবে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে, বিশেষ করে জামাতের নেতৃত্বে চলা অরাজকতায়, তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি (New Delhi)। সাউথ ব্লকের ধারণা, এই অস্থিরতার পেছনে পাকিস্তান ও চীনের প্রত্যক্ষ উসকানি রয়েছে। পাশাপাশি ‘ইনকিলাব মঞ্চ’-র মতো ভারতবিরোধী সংগঠনের উত্থানও ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আগামী ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশে (Bangladesh) সাধারণ নির্বাচন। এই পরিস্থিতিতে মৌলবাদী জামাতের দৌরাত্ম্য কমাতে এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে নয়াদিল্লি অত্যন্ত সতর্ক পদক্ষেপ ফেলছে। বিশ্লেষকদের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে কৌশলগতভাবেই বিএনপির (BNP) দিকে সামান্য ঝুঁকে থাকছে ভারত। ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তা এবং বিদেশমন্ত্রীর স্বয়ং ঢাকায় (Dhaka) উপস্থিত হয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়া- উভয়ই সেই কূটনৈতিক প্রক্রিয়ারই অংশ। খালেদা জিয়ার প্রয়াণের পর বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ আগামী দিনে কোন পথে যায়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen