পুরসভার পানীয় জলে বিষক্রিয়া, মৃত্যু মিছিল BJP শাসিত মধ্যপ্রদেশে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: পানীয় জলেই ‘বিষ’! সেই জল পান করে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অন্তত আটজন। ঘটনাটি ঘটেছে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ইন্দরে। পুরসভার সরবরাহ করা পানীয় জল পান করে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ, দূষিত পানীয় জলই তাঁদের মৃত্যুর কারণ। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিনে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। তবে প্রশাসনের দাবি তিন জনের মৃত্যু হয়েছে।
সরকারিভাবে এখনও জানানো হয়নি মৃত্যুর কারণ বা কীভাবে দূষণ ছড়ালো। সূত্রের খবর, ইন্দরের পুরকমিশনার দিলীপ কুমার যাদব প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। জানা যাচ্ছে, ভগীরথপুরায় পুরসভার দেওয়া পানীয় জলের মূল পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে। এমনই উল্লেখ রয়েছে রিপোর্টে। পাইপলাইনের উপরে একটি শৌচাগার তৈরি হয়েছিল। অনুমান করা হচ্ছে, সেখান থেকেই পানীয় জলে দূষণ ছড়িয়েছে।
গত কয়েকদিনে ভগীরথপুরা এলাকার বহু বাসিন্দা দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। শতাধিক বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার ইন্দরের মেয়র পুশ্যমিত্র ভার্গভ বলেন, “সরকারি ভাবে তিন জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে আমরা আরও চার জনের মৃত্যুর খবব পেয়েছি।” এহেন পরিস্থিতির দায়স্বীকার করেছেন তিনি। একই উপসর্গ দেখা যাচ্ছে, পেট খারাপ, ঘন ঘন বমি তারপর শরীর ভাঙতে ভাঙতে মৃত্যু। এই ঘটনায় বিজেপি শাসিত রাজ্যের জনস্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ জনতার মনেও উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রদেশের বিজেপি সরকার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কয়েকজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এক জনকে বরখাস্তও করা হয়েছে।
এখন বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। ওই এলাকায় প্রায় ১২ হাজার মানুষের বসবাস। সূত্রের খবর, তাঁদের মধ্যে ১,১৪৬ জনের শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। ১১১ জন বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।