‘পিতা রামকৃষ্ণ, মাতা সারদা’, পাসপোর্টে থাকলেও SIR শুনানিতে তলব সন্ন্যাসীকে

December 31, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৬: SIR-র দ্বিতীয় পর্যায়ের শুনানিতে প্রবীণ ও অসুস্থ নাগরিকদের লাইনে দাঁড় করানো নিয়ে ক্ষোভ বাড়ছে। শিলিগুড়িতে পিতামাতার নাম নিয়ে প্রশ্নের মুখে পড়লেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সন্ন্যাসী।

শিলিগুড়ির প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সন্ন্যাসী রঘুনন্দন মহারাজকে সম্প্রতি এসআইআর (SIR)-র শুনানির নোটিস পাঠানো হয়েছে। অভিযোগ, তাঁর পিতামাতার নাম সংক্রান্ত নথির বিষয়ে প্রশ্ন তুলে এই নোটিস দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই প্রবীণ সন্ন্যাসী।

রঘুনন্দন মহারাজের বক্তব্য, “রামকৃষ্ণ মঠে দীক্ষিত হওয়ার পর আমরা আর জৈবিক পিতামাতার নাম ব্যবহার করতে পারি না। আমাদের পিতা হিসেবে ‘রামকৃষ্ণ দেব’ এবং মা হিসেবে ‘মা সারদা’-র নাম ব্যবহৃত হয়। এমনকি ভারত সরকারের দেওয়া আমার পাসপোর্টেও পিতামাতার নাম সেইভাবেই নথিভুক্ত রয়েছে। সরকারি বৈধ নথিতে স্বীকৃতি থাকা সত্ত্বেও কেন নতুন করে নোটিস পাঠিয়ে এই হেনস্তা করা হচ্ছে, তা বোধগম্য নয়।”

সন্ন্যাসীকে নোটিস পাঠানোর ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বাদানুবাদ। তৃণমূল নেতা বেদব্রত দত্ত বিজেপিকে নিশানা করে বলেন, “যে দল সারাদিন হিন্দু ধর্ম নিয়ে বড় বড় বুলি আওড়ায়, আজ দেখা যাচ্ছে তাদের প্রবর্তিত নিয়মেই সন্ন্যাসীদের পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে। এসআইআর-এর নামে আসলে সাধু-সন্ত ও সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen