শুনানিতে ডাক পেতেই গ্রাস করেছিল আতঙ্ক, উদ্ধার হুগলির দিনমজুরের ঝুলন্ত দেহ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: শুনানি পর্বেও জারি মৃত্যু মিছিল। SIR আবহে আরও একজন আত্মঘাতী হলেন বঙ্গে। শুনানিতে ডাক পেয়েছিলেন। কিন্তু ছিল না প্রয়োজনীয় নথি। মানসিক অবসাদ গ্রাস করেছিল। তারপর চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন হুগলির যুবক। মঙ্গলবার রাতে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল। জানা গিয়েছে, মৃতের নাম স্বপন বাগদি। ঘটনাটি ঘটেছে হুগলির সপ্তগ্রামে।
জানা গিয়েছে, সপ্তগ্রাম বিধানসভার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের তিসবিঘায় ৭৮ নম্বর বুথের ভোটার ছিলেন স্বপন বাগদি। পেশায় দিনমজুর। পরিবারের অভিযোগ, শুনানিতে ডাক পাওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন বছর ৩৬-র স্বপন। ইতিমধ্যেই পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনকেই এই ঘটনার দায় নিতে হবে। তাড়াহুড়ো করে SIR করতে গিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে কমিশন।
মৃতের স্ত্রী প্রতিমা বাগদি বলেন, BLO ফোন করে শুনানির জন্য ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু স্বামীর কোনও কাগজ ছিল না। শুধু ভোটার কার্ড ছিল। যা নিয়ে আতঙ্কে ছিলেন। BLO-র ফোন আসার পর থেকে চুপচাপ ছিলেন তিনি। তারপর মঙ্গলরাতে এই ঘটনা। শুনানির জন্যেই এই ঘটনা ঘটল, এমনই দাবি মৃতের স্ত্রী প্রতিমা বাগদির।