এক ম্যাচে তিন গোলকিপার! আফ্রিকা কাপে উগান্ডার দলে অবাক করা ঘটনা

December 31, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৮: ফুটবল মাঠে আমরা প্রায়শই একাধিক অবাক করা ঘটনা দেখে থাকি। তেমনি এক ঘটনা ঘটলো আফ্রিকা কাপ অব নেশনসের টুর্ণামেন্টর একটি ম্যাচে। উগান্ডা এবং নাইজেরিয়ার ম্যাচে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল দর্শকরা। উগান্ডা ম্যাচে একসাথে তিনজন ভিন্ন গোলরক্ষক ব্যবহার করল। ম্যাচের দ্বিতীয়ার্ধে উগান্ডা পিছিয়ে থাকায় ৪০ বছর বয়সী প্রথম গোলরক্ষক ডেনিস অনিয়াঙ্গো গোড়ালির চোটে মাঠ ত্যাগ করেন। তার জায়গায় নেমেছিলেন সালিম জামাল মাগোোলা, কিন্তু মাত্র ১১ মিনিট পর তিনি বলকে পেনাল্টি এরিয়ার বাইরে থামানোর চেষ্টা করতে গিয়ে লাল কার্ড পান। শেষপর্যায়ে তৃতীয় গোলরক্ষক নাফিয়ান আলিয়োনজি নামেন এবং বাকি সময় মাঠে থাকলেও নাইজেরিয়ার আক্রমণ ঠেকাতে পারেননি; ম্যাচে ৩–১ ব্যবধানে জিতল নাইজেরিয়া।

একই দিনে সেনেগাল ও কঙ্গোও তাদের শক্তি প্রদর্শন করল। সেনেগাল, ২০২১ সালের চ্যাম্পিয়ন, কালিদু কুলিবালির ১০০তম ম্যাচে লাল কার্ড সত্ত্বেও বেনিনকে ৩–০ ব্যবধানে হারাল। কঙ্গোও আগেই বাতিল হওয়া বোৎসওয়ানাকে ৩–০ ব্যবধানে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে।

গ্রুপ সি-তে তানজানিয়া ও তিউনিশিয়া শেষ ১৬-এ জায়গা নিশ্চিত করল। ফেইসাল সালুমের গোলে তানজানিয়া ১–১ ড্র করল, যা তাদের গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে পৌঁছে দিল। তিউনিশিয়া গ্রুপ রানার-আপ হিসেবে অগ্রসর হলেও বৃষ্টিভেজা দর্শকদের মধ্যে প্রশংসা অর্জন করতে পারেনি।

“এটি তানজানিয়ার ফুটবলের সম্ভাবনার এক শক্তিশালী উদাহরণ হবে,” বললেন তাইফা স্টার্সের কোচ মিগেল গামোন্দি। এই রাউন্ডের শেষে দর্শকরা ফুটবলের উত্তেজনা, অপ্রত্যাশিত ঘটনা ও নাটকীয় মুহূর্ত উপভোগ করলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen