যেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ছায়া, রাজস্থানে বাজেয়াপ্ত ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০: দিল্লির লালকেল্লা অদূরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা দেশ। ওই দিনই সকালে উদ্ধার হয়েছিল বিস্ফোরণ। একই ধাঁচে আজ রাজস্থানে বাজেয়াপ্ত করা হল ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই একটি চারচাকা গাড়ি। গাড়িটির মালিক কে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই দু’জনেক গ্রেপ্তার করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, দিল্লির কায়দায় রাজস্থানে হামলার ছক কষেছিল আততায়ীরা।
বর্ষবরণের আগে রাজস্থানে নাশকতার ছক কষা হচ্ছে, গোপন সূত্রে এমনই খবর মিলেছিল। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থানের টঙ্ক জেলার বারোনি থানা এলাকায় একটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। তল্লাশি চালিয়ে প্রায় ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে বলে খবর। গাড়িটি থেকে উদ্ধার হয়েছে ২০০টি বিস্ফোরক কার্টিজ এবং ৬ বান্ডিল তার।
তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জনকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতরা হলেন সুরেন্দ্র মোচি এবং সুরেন্দ্র পাটোয়া। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, অভিযুক্তরা বুন্দি থেকে টঙ্কে বিস্ফোরকগুলি নিয়ে এসেছিলেন। ডিএসপি মৃত্যুঞ্জয় মিশ্র বলেন, গোপন সূত্রে খবর পাওয়ার পরই অভিযান চালানো হয়। তারপরই বিস্ফোরক বোঝাই গাড়িটি উদ্ধার হয়। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর লালকেল্লার সামনে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ হয়। ঘটনার তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) সফেদ কলার টেরোরিজমের হদিশ পায়। গত ১০ অক্টোবর সন্ধে ৬:৪৫ নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের ঠিক সামনে একটি হুন্ডাই i20 গাড়ি ধীর গতিতে এসে দাঁড়ায়। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ঘটনায় ১৪ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হন।