‘EVM-এ না, আসল কারচুপি হচ্ছে ভোটার তালিকায়’, BJP-র কৌশল ফাঁস অভিষেকের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: বুধবার নির্বাচন কমিশনে পাঁচ প্রশ্নের জবাব চাইতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের সেনাপতি। ভোটচুরি নিয়ে বড়সড় দাবি করলেন তিনি। তাঁর মতে, ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে।
নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, “উপরতলার নির্দেশে ভোটচুরি করছে নির্বাচন কমিশন। কিন্তু কারচুপি ইভিএমে হচ্ছে না। ইভিএম তো পরীক্ষা করা যায়। আসল কারচুপি হচ্ছে ভোটার তালিকায়। সেই কারচুপি তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে।” অভিষেকের দাবি, ভোটার লিস্টে আসল কারচুপি করছে বিজেপি। যেটা ধরতে হলে তৃণমূলের মতো মাঠে নামতে হবে। যা করতে ব্যর্থ অন্য বিরোধীরা।
আরও পড়ুন:
অভিষেকের মতে, “মহারাষ্ট্রের মানুষ, হরিয়ানার মানুষ বিজেপিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তাঁদের সুযোগ দেওয়া হল না। মহারাষ্ট্রে, হরিয়ানা, বিহারে, দিল্লিতে ভুলগুলি ধরতে পারেনি কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি। সব জায়গায় বিজেপি ৮৮ শতাংশের স্ট্রাইক রেটে জিতেছে, এটা কোনও কাকতালীয় ঘটনা নয়। এটা হয়েছে কারণ ভোটার তালিকায় চুরি হয়েছে এবং তা করা হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা।’” নাম না-করে রাহুল গান্ধীকে নিশানা করে অভিষেক বলেন, “শুধু সোশ্যাল মিডিয়ায় বসে রাজনীতির জ্ঞান দিলে হবে না। চুরি হয়েছে, চুরি হয়েছে বলে অভিযোগ করলে হবে না। মাঠে নেমে সেই চুরি ধরতে হবে। মাঝে মাঝে ২ ঘণ্টা ধরে জ্ঞান দিলে হবে না। মহারাষ্ট্রে, হরিয়ানায় কংগ্রেস সেটা পারেনি। এনসিপি পওয়ার যেটা পারেনি। সেটা তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে।” ডায়মন্ড হারবারের সাংসদের বক্তব্য, কোন সফটওয়্যার ব্যবহার করে এইসব কাজ করা হচ্ছে, তা খতিয়ে দেখা উচিত।
আরও পড়ুন:
উল্লেখ্য, বাংলার SIR সংক্রান্ত পাঁচ দফা প্রশ্ন নিয়ে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে ১০ জনের প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে প্রায় পৌনে তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। অভিষেকের দাবি, ইভিএমে নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায় এবং তা করা হচ্ছে কমিশনের অফিস থেকে। পাশাপাশি তিনি জানান, কোনও প্রশ্ন উত্তর পাননি তাঁরা।