সূর্যকুমার বিতর্কে ইতি? খুশির দাবি রোম্যান্স নয়, বন্ধুত্বই ছিল !

December 31, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১০: বলিউড ও টেলিভিশনের পরিচিত মুখ খুশি মুখার্জি অবশেষে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন। এক একান্ত সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, তাঁর মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। খুশির এই বক্তব্যে স্বস্তি পেয়েছেন সূর্যকুমার, তাঁর অনুরাগী এবং ভারতীয় ক্রিকেট মহল।

প্রশ্নের উত্তরে খুশি বলেন, “বন্ধু হিসেবে কথা বলাটাই কি অপরাধ?” তাঁর আগের এক মন্তব্য ঘিরে ক্রিকেট দুনিয়ায় তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাস বাকি, তার মধ্যেই এমন বিতর্ক দলের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছিলেন অনেকেই।

উল্লেখ্য, এই বিতর্ক যখন চরমে, সেই সময় স্ত্রী দেবিশাকে সঙ্গে নিয়ে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিতে যান সূর্যকুমার যাদব। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ভারত অধিনায়কের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। এশিয়া কাপ ২০২৫-এ ভারতকে ট্রফি জেতালেও সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটিং ফর্ম কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাক্ষাৎকারে খুশি স্পষ্ট জানান, সূর্যকুমারের সঙ্গে তাঁর কোনও রোম্যান্টিক সম্পর্ক নেই। তিনি দাবি করেন, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। অতীতে বন্ধু হিসেবে কথাবার্তা হলেও এখন তাঁদের মধ্যে কোনও যোগাযোগ নেই বলেও জানান অভিনেত্রী।

খুশি আরও বলেন, এই ঘটনার পরেও সূর্যকুমারের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। তিনি আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে খুশি মুখার্জি বলেছিলেন, তিনি কোনও ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়াতে চান না। সেই প্রসঙ্গেই তিনি দাবি করেন, একাধিক ক্রিকেটার নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং অতীতে সূর্যকুমার যাদবও তাঁকে ম্যাসেজ করতেন। যদিও বর্তমানে তাঁদের মধ্যে তেমন কোনও যোগাযোগ নেই বলেও মন্তব্য করেন খুশি। এই বক্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।

উল্লেখ্য, এমটিভি স্প্লিটসভিলা, লাভ স্কুল, বালবীর রিটার্নস-সহ একাধিক টিভি শো এবং দক্ষিণী ছবিতে কাজ করেছেন খুশি মুখার্জি। তিনি পুনরায় স্পষ্ট করেন, কোনও ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়ানোর ইচ্ছা তাঁর নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen