BJP শাসিত হরিয়ানায় তরুণীকে ‘গণধর্ষণ’, নির্যাতিতাকে ছুড়ে ফেলা হল রাস্তায়!

December 31, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৫: BJP শাসিত রাজ্যগুলিতে তলানিতে পৌঁছে গিয়েছে নারী নিরাপত্তা। দেশজুড়ে একের পর এক ডবল ইঞ্জিন রাজ্যে বাড়ছে নারীদের উপর অপরাধের পরিমাণ। হরিয়ানার ফরিদাবাদ শহরে গণধর্ষণের শিকার হলেন তরুণী। অভিযোগ, একটি চলন্ত গাড়িতে বিবাহিতা ২৮ বছরের তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। আড়াই ঘণ্টা ধরে চলে নারকীয় নির্যাতন। তার পরে গাড়ি থেকে ছুড়ে ফেলা হল ওই তরুণীকে।

ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। জানা যাচ্ছে, তরুণী এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফিরবেন বলে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন রাস্তায়। তখনই একটি পণ্যবাহী গাড়ি তরুণীর সামনে এসে দাঁড়ায়। গাড়িতে থাকা দুই যুবক তাঁকে বাড়িতে পৌঁছে দেবেন বলে জানান। তরুণী গাড়িতে উঠতেই গন্তব্যের বিপরীতে গুরুগ্রাম রোডে রওনা দেয় গাড়িটি। তারপরই শুরু হয় নির্যাতন।

তরুণীর অভিযোগ, গাড়িতে ওঠার পর পরবর্তী আড়াই ঘণ্টা ধরে দুই যুবক তাঁকে ধর্ষণ করেন। অনুরোধ করেও মন গলেনি তাঁদের। বদলে তাঁকে হুমকি দেওয়া হয়। তারপর রাত তিনটে নাগাদ এসজিএম নগরের রাজা চক এলাকায় তরুণীকে চলন্ত গাড়ি থেকে ছুড়ে ফেলে দেয় অভিযুক্তরা। যার জেরে তরুণীর শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তরুণী, তাঁর বোনকে ফোন করেন। পরিবার লোকেরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে। তরুণীর মুখে গুরুতর আঘাত লেগেছে। তাঁর মুখে ১২টি সেলাই পড়েছে।

নির্যাতিতার বোন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। তরুণী বিবাহবিচ্ছিন্না, তিন সন্তানের মা। এখন মায়ের সঙ্গে থাকছিলেন তিনি। সাড়ে আটটা নাগাদ এক বন্ধুর বাড়িতে যান। সেখানে থেকে ফেরার পথে দুষ্কৃতীদের খপ্পড়ে পড়েন। অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen