দেশ বিভাগে ফিরে যান

মমতাকে কৃতজ্ঞতা মনজিন্দরের

October 17, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ @mssirsa

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট করলেন শিরোমণি অকালি দলের নেতা ও দিল্লির শিখ গুরুদোয়়ারা কমিটির প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসার।


বিজেপির নবান্ন অভিযানের দিন আগ্নেয়াস্ত্র সহ ধৃত বলবিন্দর সিংয়ের ন্যায়বিচারের বিষয়ে রাজ্য পুলিশের ডিজি তাঁর স্ত্রী করমজিৎ কউরকে যে আশ্বাস দিয়েছেন, তাতে কৃতজ্ঞ মনজিন্দর। করমজিৎকে পুজো উপলক্ষে একটি পোশাকও উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেকারণে মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান মুগ্ধ মনজিন্দর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Sikh, #Manjinder Singh Sirsa

আরো দেখুন