নিউ ইয়ার্স ইভে নিজের লেখা ও সুরারোপিত গানে রাজবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা মমতার

December 31, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: বছরের শেষ দিন, কয়েক ঘণ্টা পরই নতুন বছরকে স্বাগত জানাবে গোটা বিশ্ব। তার আগে বছরের শেষদিনে নিজের লেখা ও সুর করা আগে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমের পাতায় গানটি সহ এক মিনিট পঁচিশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মমতা।

সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘‘Happy New Year
Happy New Year
To all of you.
Always smile,
It’s a joyful day…
HAPPY NEW YEAR-2026
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইন্দ্রনীল সেনের গাওয়া একটি গান শেয়ার করে নিচ্ছি।’’

গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। নানান উৎসব, পার্বণে রাজ্যবাসীকে নিজের লেখা ও সুর করা গানে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। ইমন চক্রবর্তী, নচিকেতা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা গানগুলি গান। এবার পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৭টি গানের একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen