ওড়িশা, অসমের পর ডবল ইঞ্জিন বিহারে আক্রান্ত বাঙালি ফেরিওয়ালা, উপার্জন ফেলে রেখে ঘরে ফিরলেন হাফিজুল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৬: ওড়িশা, অসম, উত্তরপ্রদেশ একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে এসেছে। এবার বিহারেও আক্রান্ত হলেন বাঙালি ফেরিওয়ালা। বিহারের মুজফ্ফরপুর জেলায় গিয়েছিলেন মুর্শিদাবাদের বেলডাঙা থানার মির্জাপুর বাদামপাড়ার বাসিন্দা হাফিজুল খাঁ। সেখানে তিনি ফেরিওয়ালার কাজ করতেন। অভিযোগ, মোটরবাইক আটকে তাঁকে মারধর করা হয়। হাফিজুলের ঘাড় চেপে ধরে বুকে-পেটে এলোপাথাড়ি ঘুষি মারা হয়েছে। ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।
পরিবারের অভিযোগ, হাফিজুলকে বাংলাদেশি বলে দাগিয়ে আক্রমণ করা হয়। এমনকী তাঁর আধার কার্ড ‘নকল’ বলে দাবি করেন হামলাকারীরা। এই ঘটনার পরে আর বিহারে থাকেননি হাফিজুল। বেলডাঙায় ফিরে এসেছেন তিনি। হাফিজুল জানান, দু’মাস ধরে বিহারে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার ফেরি করতে যাওয়ার সময় তাঁর বাইক আটকায় একজন। কোনও কথা না-বলে ‘বাংলাদেশি’ বলে মারধর শুরু করে। প্রাণভয়ে রবিবার দুপুরে বেলডাঙা ফিরে এসেছেন তিনি। তিনি
আরও জানান, তাঁর মতো অনেকে বিহার ছেড়ে পালিয়ে আসছেন।
এই ঘটনা প্রসঙ্গে বেলডাঙার তৃণমূল বিধায়ক শেখ হাসানুজ্জামান বলেন, ‘‘ওই পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে এসেছেন বলে শুনেছি। আমি তাঁর বাড়িতে গিয়ে দেখা করে আসব। দল ওঁদের পাশে আছে।’’ রাজ্য পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের মতে, মুর্শিদাবাদের ভগবানগোলা-১ ও ২ ব্লকে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন। ওড়িশা, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, মুম্বই, রাজস্থান, বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে যে ভাবে তাঁদের উপরে একের পর এক হামলা চালানো হচ্ছে, তাতে তাঁরা প্রাণের ভয়ে মুর্শিদাবাদে ফিরে এসেছেন। সবচেয়ে বেশি ওড়িশা থেকে পরিযায়ী শ্রমিকেরা ফিরে এসেছেন গত কয়েকদিনে।