অঙ্কিতার প্রেম প্রকাশ্যে, নেটমাধ্যমে ট্রোলের ঝড় – শিল্পীর প্রেমে কেন এমন নোংরা মন্তব্য!

December 31, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫: জি বাংলার সারেগামাপা ২০১৭-১৮ সিজনের বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এ বার মঞ্চের করতালির জন্য নয়—শিরোনামে তাঁর ব্যক্তিগত জীবন। দীর্ঘ দুই বছর গোপন রেখে অবশেষে নিজের প্রেমের কথা প্রকাশ্যে আনলেন গায়িকা।

অঙ্কিতার জীবনের সেই বিশেষ মানুষটি তাঁরই মিউজিক টিমের ড্রামার ও তবলা বাদক উজান মন্ডল। কাজের সূত্রে আলাপ, তারপর বন্ধুত্ব, আর সেই থেকেই জন্ম নেয় তাঁদের মনের সম্পর্ক। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই চার হাত এক করতে পারেন এই জুটি।

কিন্তু এই সুখবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সমালোচনার ঝড়। অঙ্কিতার প্রাক্তন প্রেমিক ও সারেগামাপার সহ-প্রতিযোগী রাহুলের সঙ্গে বিচ্ছেদের পর উজানের সঙ্গে নতুন সম্পর্ক—এটা অনেকেই সহজে মেনে নিতে পারছেন না। আরও আগুনে ঘি ঢেলেছে উজানের ‘ডিভোর্সি’ পরিচয় এবং তাঁর শারীরিক রূপ নিয়ে কুরুচিকর মন্তব্য। নেটিজেনদের একাংশ তুলনা টেনে লিখছেন, “অঙ্কিতার রুচি কমে গেছে”, আবার কেউ অশালীন ভাষায় রাহুলকে সামনে রেখে উজানকে উদ্দেশ করে কটাক্ষ করছেন। শিল্পীর বাবা-মাকেও ছাড়ছে না এই তির্যক মন্তব্যের বন্যা।

এই ঘটনাই স্পষ্ট করে দেয়—সমাজ আজও কতটা পিছিয়ে আছে মানসিক পরিপক্কতায়।

একজন শিল্পীর ব্যক্তিগত পছন্দ বা সম্পর্কের সিদ্ধান্ত নিয়ে বডি শেমিং, ট্রোলিং, সাইবার বুলিং—সবই যে নৈতিকতার অবমাননা, তা বলাই বাহুল্য। প্রেমে বাহ্যিক সৌন্দর্য বা অতীতের অবস্থান নয়, গুরুত্ব থাকে বোঝাপড়া, বিশ্বাস ও সম্মানে। অঙ্কিতা সেই সত্যই বেছে নিয়েছেন, আর তার জন্য তাঁকে বিচার করা—একেবারেই অযৌক্তিক।

সব নেতিবাচকতার মাঝেও অঙ্কিতা ও উজান নিজেদের সম্পর্ক নিয়ে আশাবাদী। তাঁরা এখন ভবিষ্যতের নতুন অধ্যায় নিয়ে ভাবছেন—যেখানে রয়েছে ভালবাসা, শ্রদ্ধা এবং নিজেদের মতো করে জীবন কাটানোর ইচ্ছা। নেটমাধ্যমের কুরুচিকর মন্তব্যে নিজেদের পথ থেকে যে সরাবেন না, তা তাঁদের আচরণেই স্পষ্ট।

সমালোচনা যতই হোক, সম্পর্কের অধিকার ব্যক্তিগত। সমাজের চোখ নয়—নিজেদের বিশ্বাসই অঙ্কিতা-উজানের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরও দৃঢ়, আরও সত্য হয়ে। অঙ্কিতা-উজানের গল্প মনে করিয়ে দেয়, সুখ খুঁজে নেওয়ার অধিকার প্রত্যেকেরই আছে, যা কখনও ট্রোলিংয়ে ঢাকা পড়ে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen