আট মাস পর Comeback, মানভঞ্জন হল কি? দিলীপ বললেন, ‘শোনার জন্য ডেকেছিল’
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: শাহী সফরে দিলীপের ‘প্রত্যাবর্তন’ কি হল? নাকি কথা শুনে ফিরে এলেন দিলীপ? আট মাস পর বঙ্গ বিজেপির বৈঠক ডাক পেলেন দিলীপ ঘোষ। কিন্তু বরফ গলল? প্রথমে বিয়ে, তারপর জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ, জোড়া ফলায় রাজ্য বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। তারপর থেকে দলের বৈঠকে ডাক পাচ্ছিলেন না দিলীপ। এদিন গিয়ে দিলীপ বললেন, ‘শোনার জন্য ডেকেছিল’।
মমতার সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর বৈঠক হোক বা রাজ্য বিজেপির শীর্ষ স্তরের কোনও বৈঠক, কোথাও দিলীপকে আমন্ত্রণ করা হত না। গত ২৫ ডিসেম্বর অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় গ্রন্থাগারে রাজ্য বিজেপির আদি নেতাদের নিয়ে যে সম্মেলনের আয়োজন করা হয়েছিল, দিলীপ সেখানেও ডাক পাননি।
এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে রাজ্য বিজেপির অন্য নেতাদের সঙ্গে ডাক পেলেন দিলীপ ঘোষ। আট মাস পর প্রকাশ্যে তাঁকে বিজেপির কোনও বৈঠকে দেখা গেল। বঙ্গ বিজেপির সাংসদ এবং বিধায়কদের নিয়ে সল্টলেকের সেক্টর ফাইভের একটি হোটেলে বুধবার বৈঠকে বসেছেন শাহ। ডাকা হয়েছিল দলের প্রাক্তন সাংসদদেরও। দিলীপ ছাড়াও লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংহ, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিকেরা ছিলেন। তবে দিলীপের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, আজ বৈঠকের জন্য দিলীপকে মঙ্গলবার রাতে ফোন করেছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল।
বুধবারের বৈঠকের পর সাংবাদিকেরা দিলীপকে ছেঁকে ধরেছিলেন। বৈঠক নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তিনি বললেন, কেবল শুনতে ডাকা হয়েছিল। দিলীপ বলেছেন, ‘‘যা বলার দল বলবে।’’ ২০২৬ সালের ভোটের আগে রাজ্য বিজেপির কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে তাঁকে? দিলীপ সে প্রশ্নের উত্তরে বলেন, ‘‘সেটা দল বুঝবে।’’ আপাতভাবে মনে করা হচ্ছে, এখনও পুরোপুরি দূরত্ব ঘোচেনি। তারই ইঙ্গিত দিয়ে গেলেন দিলীপ।