Santosh Trophy: ঘোষিত মূল পর্বের গ্রুপ বিন্যাস, কাদের সঙ্গে খেলবে বাংলা?

December 31, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: ২১ জানুয়ারি থেকে শুরু হবে ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্ব। এবার এই ফুটবল প্রতিযোগিতার আসর বসছে অসমে। আজ, ঘোষিত হল সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলার সঙ্গে একই গ্রুপে রয়েছে গতবারের রানার্সরা। বাংলা ডিব্রুগড়ে মূল পর্বের ম্যাচগুলি খেলবে। উল্লেখ্য, ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে গ্রুপ পর্বের খেলা। ৩৫টি দল খেলছে গ্রুপ পর্বে।

১২ দল নিয়ে শুরু হবে মূল পর্ব। দু’টি গ্রুপে ভাগ করে খেলা চলবে। গ্রুপ ‘এ’-তে বাংলার সঙ্গে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। গ্রুপ বি-তে রয়েছে কেরল, সার্ভিসেস, পঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়। গতবারের চ্যাম্পিয়ন বাংলা সন্তোষ ট্রফির মূল পর্বে সরাসরি যোগ্যতা অর্জন করেছে। সরাসরি মূল পর্বে খেলবে আয়োজক অসম। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে।

এবারেও বাংলার কোচ সঞ্জয় সেন। সঞ্জয়ের কোচিংয়ে ৬ বছর পর গত মরশুমে সন্তোষ ট্রফির জেতে বাংলা। ফাইনালে কেরলকে ১-০ গোলে হারায় বাংলা। রবি হাঁসদা টুর্নামেন্টে ১২ গোল করে ইতিহাস গড়েন। ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। এবারও ট্রফি ধরে রাখার লক্ষ্যে নামবেন সঞ্জয় সেনের ছেলেরা।

এক নজরে মূল পর্বের গ্রুপ বিন্যাস
গ্রুপ এ: বাংলা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম।
গ্রুপ বি: কেরল, সার্ভিসেস, পঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen