পয়লা জানুয়ারি সঙ্গে কল্পতরুর উৎসবের ভিড়, শহরের নানা প্রান্ত যান নিয়ন্ত্রণ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০০: বছরের প্রথম দিনে আনন্দ, উৎসবে নতুন বছরকে স্বাগত জানায় আম জনতা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় এসে জমে কলকাতায়। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, পার্ক স্ট্রিটে উপচে পড়ে ভিড়। আবার ১ জানুয়ারি দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব রয়েছে। লক্ষ লক্ষ ভক্ত ওইদিন ভিড় জমান। সেই কথা মাথায় রেখে কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিশ। কল্পতরু উৎসব উপলক্ষ্যে বিটি রোডেও যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশ নির্দেশিকা জারি করে জানিয়েছে, ১ জানুয়ারি ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত বিটি রোড ও কাশীপুর রোডে পণ্যবাহী যানবাহনগুলি উত্তরদিক থেকে চলাচল করতে পারবে না।
উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে নিরাপত্তা জোরদার করেছে কলকাতা পুলিশ। নানান রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। কোথাও থাকছে ‘নো এন্ট্রি’, আবার কোনও রাস্তা ‘ওয়ান ওয়ে’। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ জানুয়ারি রাত এবং ১ জানুয়ারি বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। রাত ৩টে পর্যন্ত পার্ক স্ট্রিটের পশ্চিম থেকে পূর্বে একমুখী গাড়ি চলবে। জওহরলাল নেহরু রোড এবং এজেসি বোস রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিমে ওয়ান ওয়ে বরাবর গাড়ি চলবে শেক্সপিয়র সরণি ধরে। পার্ক স্ট্রিট এবং রাসেল স্ট্রিট ক্রসিং থেকে রাসেল স্ট্রিটে উঠতে হলে ডান দিকে মোড় নেওয়া যাবে না। রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে যান চলাচল বন্ধ থাকবে।
ওয়ান ওয়ে থাকবে হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব), মিডলটন স্ট্রিট (ক্যামাক স্ট্রিট এবং জে এল নেহরু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিম), লিটল রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), ক্যামাক স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ, পার্ক স্ট্রিট এবং এজেসি বোস রোডের মাঝে)।
রাসেল স্ট্রিটের পূর্ব এবং পশ্চিম দিকে গাড়ি পার্ক করা যাবে। ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিম দিক বরাবর, উড স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের পশ্চিম দিকেও পার্কিং করা যাবে। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট (প্রয়োজন মতো), রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং উড স্ট্রিটে গাড়ি রাখা যাবে না।
কলকাতা পুলিশ জানিয়েছে, ৩১ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ১ জানুয়ারি ভোর সাড়ে ৪টে পর্যন্ত এবং ১ জানুয়ারি বিকেল ৪টে থেকে মধ্যরাত পর্যন্ত ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। ওই সময়ে এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড ক্রসিং (উত্তরমুখী), হরিশ মুখার্জি রোড, ক্যাথেড্রাল রোড ক্রসিং (উত্তরমুখী), স্ট্র্যান্ড রোড, গোষ্টপাল সরণি ক্রসিং (পূর্বমুখী), অকল্যান্ড রোড (পূর্বমুখী), রেড রোড, মেয়ো রোড ক্রসিং, ডাফেরিন রোড ক্রসিং, কুইনসওয়ে ক্রসিং, শেক্সপিয়র সরণী ক্রসিং, এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিংয়ের (দক্ষিণমুখী) মতো রাস্তায় ভারী যান চলাচল করতে পারবে না।
রবীন্দ্র সরণি ও কেকে ঠাকুর স্ট্রিট ক্রসিং, বিবেকানন্দ রোড এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউ ক্রসিং, গ্রে স্ট্রিট এবং বি কে পাল অ্যাভিনিউ ক্রসিং, মানিকতলা ক্রসিং, রবীন্দ্র সরণি এবং, গ্রে স্ট্রিট এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং, গ্যালিফ স্ট্রিট ও বিধান সরণি ক্রসিং, বেলিয়াঘাটা রোড ও আচার্য জগদীশচন্দ্র বসু রোড ক্রসিং, স্ট্যান্ড রোড এবং কে কে টেগোর স্ট্রিট ক্রসিং, বিটি রোড এবং রাজা মণীন্দ্র রোড ক্রসিং, বিটি রোড এবং দমদম রোড ক্রসিং, বিটি রোড এবং কাশীনাথ দত্ত রোড ক্রসিং, কাশীপুর রোড এবং খগেন চ্যাটার্জি রোড ক্রসিং, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ অ্যাভিনিউ এবং গ্যালিফ স্ট্রিট ক্রসিং, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং নিউ সিআইটি রোড ক্রসিং, বিবেকানন্দ রোড এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং মহাত্মা গান্ধী রোড ক্রসিং রাস্তা এবং রবীন্দ্র সরণি ক্রসিং, এই সব রাস্তাগুলির উত্তরমুখী পণ্যবাহী কোনও যানবাহন চলাচল করতে পারবে না। কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন যেমন এলপিজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, দুধ, সবজি এবং ফলমূল এগুলি ছাড় দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বজায় রাখতে পার্ক স্ট্রিটে ১৫০০ মতো বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। কলকাতা পুলিশের উইনার্স বাহিনী টহল দেবে মহিলাদের নিরাপত্তায়। এছাড়া ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা থাকছেন। সাদা পোশাকে পুলিশ, এসবি, মহিলা পুলিশ থাকবেন। পিসিআর ভ্যানও থাকছে। কোথাও কোনও ঝামেলা হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছবে পিসিআর ভ্যান। কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকছে। ড্রোন ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হবে।