ভারতে চলছে কাউন্ট ডাউন, ইতিমধ্যেই ২০২৬-কে স্বাগত জানিয়ে ফেলেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কিরিতিমাতি দ্বীপপুঞ্জ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: শেষ হচ্ছে ২০২৫, ২০২৬-কে স্বাগত জানাতে প্রস্তুত ভারত। আতসবাজি, আলোকসজ্জা ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে নতুন বছরকে। বিশ্বের বিভিন্ন দেশে চলছে কাউন্ট ডাউন। আবার কিছু কিছু দেশ ইতিমধ্যেই নতুন বর্ষ উদ্যাপন করে ফেলেছে।
কিরিবাতি দ্বীপপুঞ্জ, মূলত কিরিতিমাতি প্রথম নতুন বছরকে স্বাগত জানিয়েছে৷ প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অবস্থিত এই দ্বীপপুঞ্জ বিশ্বের টাইম জোনে এমন অবস্থানে রয়েছে যে, সবার আগে এখানেই নতুন বছরের উদ্যাপন আরম্ভ হয়। কিরিতিমাতি দ্বীপকে ক্রিসমাস আইল্যান্ডও বলা হয়৷ ভারতীয় সময় দুপুরে সাড়ে তিনটে হল কিরিতিমাতির মধ্যরাত অর্থাৎ নতুন বছরের সূচনা হয়েছে তখন৷ ভারতের থেকে ঠিক সাড়ে আট ঘণ্টা এবং গ্রিনউইচ মিন টাইম (GMT)-র থেকে চোদ্দ ঘণ্টা এগিয়ে কিরিতিমাতি দ্বীপ৷ এর পনেরো মিনিট পরে নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জে শুরু হয় নববর্ষের উদযাপন৷
নিউজিল্যান্ড ও টোঙ্গা নববর্ষ উদ্যাপন করে ফেলেছে। বর্ষবরণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। সিডনি আতসবাজিতে বর্ষবরণের উৎসব মেতেছে। সিডনির প্রধান আকর্ষণ হারবার ব্রিজকে ঘিরে আতসবাজির প্রদর্শন চলেছে। আরেকটি আকর্ষণীয় জায়গা হল অপেরা হাউস। অস্ট্রেলিয়ার পর কোরিয়া, জাপান, চায়না, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, রাশিয়া, ইউক্রেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, ম্পেন এবং ইংল্যান্ড পর্যায়ক্রমে নতুন বছর উদ্যাপন করবে। সবার শেষে সামোয়া মাতবে নতুন বছরের আনন্দে।