ইংরেজি নববর্ষ, কল্পতরু উৎসব, ঠান্ডার ইনিংসে ছেদ পড়ার সম্ভাবনা, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আজ নজর কোন কোন খবরে?

January 1, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: ইংরেজি নববর্ষ

বছরের প্রথম দিন, দিকে দিকে জনতার ভিড়। আজ, সকাল থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে পুলিশ। কোথাও ‘নো এন্ট্রি’, কোথাও ‘ওয়ান ওয়ে’। গাড়ি পার্ক করার জন্যও নির্দিষ্ট স্থান ঠিক করে দেওয়া হয়েছে। চিড়িয়াখানা, ইকো পার্ক, ভিক্টরিয়া, ময়দানে, মিউজিয়মে ভিড় উপচে পড়বে দিনভর।

কল্পতরু উৎসব

১৪০ বছর পা দিল কল্পতরু উৎসব। দক্ষিণেশ্বর এবং কাশীপুর উদ্যানবাটি সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন। ১৮৮৬ সালের আজকের দিনেই মনোবাঞ্ছা পূরণের কৃপা কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংস। সেই থেকে দিনটি মহাসমারোহে পালিত হয়। সেজে উঠেছে কামারপুকুরও।

কেমন থাকবে ঠান্ডা?

কলকাতায় বছরের শেষ দিন ছিল মরশুমের শীতলতম দিন। হাওয়া অফিস সূত্রে খবর, আজ বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে শীত কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কদিনে শীত কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের হবে না। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলার শাসক দলের প্রতিষ্ঠা দিবস

আজ, বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ১-৭ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করতে বলা বলা হয়েছে তৃণমূল কংগ্রেস তরফে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করবেন তৃণমূলের রাজ্য সভাপতি। সমাজ মাধ্যমে বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ দায়িত্ব নেবেন নতুন মুখ্যসচিব

বছরের প্রথম দিনে দায়িত্ব গ্রহণ করবেন নতুন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। বৃহস্পতিবার প্রথম মহিলা মুখ্যসচিব হিসাবে দায়িত্ব নেবেন নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্ব নেবেন জগদীশ মিনা। বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। তিনিও আজ দায়িত্ব নেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen