New Year’s Eve: বছরের শেষ দিনে কলকাতার কোথায়, কত ভিড় জমল?

January 1, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২০: বছরের শেষ দিন চুটিয়ে উপভোগ করল কলকাতা। সকাল থেকে পথে নেমেছিল মানুষ। কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ পরিবারকে নিয়ে ঘুরে বেড়ালেন। কেউ মজলেন পিকনিকে। চিড়িয়াখানা থেকে ইকো পার্কে, ভিক্টোরিয়া হোক বা জাদুঘর, নিক্কো পার্ক সর্বত্র ছিল ঠাসা ভিড়। জেলা থেকে বছরের শেষ দিন উদ্‌যাপনের জন্য বহু মানুষ কলকাতায় এসেছিলেন। ছিল প্রেমিক, প্রেমিকাদের ভিড়ও।

ভিড়-মিটারে নিউ ইয়ার্স ইভে টপার চিড়িয়াখানা। বছরের শেষ দিনে চিড়িয়াখানায় এসেছিলেন ২৭,৮৪৪ জন মানুষ। বুধবার ইকো পার্কে ভিড় হয়েছিল ২২,২০০। বড়দিনে ইকো পার্ক জমায়েতের নিরিখে টেক্কা দিয়েছিল চিড়িয়াখানাকে। ইকো পার্কে সেদিন ৫০,৭০০ জন এসেছিলেন। চিড়িয়াখানায় বড়দিন উদ্‌যাপন করেছিলেন ৪৪,৬৫৪ জন। যদিও, চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি ভিড় টানার অন্তরায় ছিল গুগল। চিড়িয়াখানার সপ্তাহিত বন্ধের বৃহঃস্পতিবার হওয়ায়, বহু মানুষ ওদিকে পা বাড়াননি।

কলকাতার আরও এক জনপ্রিয় দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল। বছরের শেষ দিনে ভিক্টোরিয়ায় এসেছিলেন ২১,৫০০ জন। বড়দিনের পরিসংখ্যান বলছে, ভিক্টোরিয়ায় ভিড় করেছিলেন ৩৪,১৫১ জন! ভিক্টোরিয়ার জাদুঘর বৃহস্পতিবার খোলা থাকে না। ফলে বছরের প্রথম দিন যাঁরা ভিক্টোরিয়া আসবেন তাঁরা কেবল বাইরের বাগানটি উপভোগ করতে পারবেন। নিক্কো পার্ক ও জাদুঘরে তেমন ভিড় হয়নি। পরিসংখ্যান বলছে ইন্ডিয়ান মিউজিয়ামে সারা দিনে এসেছিলেন ৫,৬০০ জন। নিক্কো পার্কে গিয়েছিলেন ৫,৫২৩ জন।

এছাড়াও সায়েন্স সিটি, নিউ টাউনের হরিণালয়ে জনসমাগম হয়েছিল। সন্ধ্যা নামতেই পার্ক স্ট্রিট বা বো ব্যারাক্‌সে তিল ধারণে জায়গা ছিল না। বছরের শেষ দিন বুধবার অনেক অফিসই খোলা ছিল। আজ, ১ জানুয়ারি অফিস-দোকান বন্ধ থাকবে। ফলে আজ ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen