বছরের শুরুতেই ধাক্কা! বাড়ল ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম

January 1, 2026 | < 1 min read

নিউজ, ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪০: বছর পড়তে না পড়তেই ধাক্কা! এক লাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। আজ, বৃহস্পতিবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম ১১১ টাকা করে বাড়ছে। দাম বাড়ায় রেস্তরাঁ এবং গাড়ির মালিকদের চাপ বৃদ্ধি পেল।

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে ফি মাসের পয়লা তারিখ নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। সেই মতোই নতুন বছরের প্রথম দিন দাম বাড়ানো হল। দাম বৃদ্ধির জেরে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ১৬৮৪ টাকা থেকে বেড়ে ১৭৯৫ টাকা হচ্ছে। দিল্লিতে দর ১৫৮০.৫০ টাকা, সেটা বেড়ে হয়েছে ১৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নয়া দাম ১৬৪২.৫০ টাকা। চেন্নাইয়ে নতুন দাম ১৭৩৯.৫০ পয়সা।

বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। সাধারণত হোটেল-রেস্তরাঁর বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার হয়। ফলে বাণিজ্যিক গ‌্যাসের দাম বাড়ায় ব্যবসায়ীদের চাপ বাড়ল। LPG চালিত গাড়ির মালিকদেরও বাড়তি টাকা ব্যয় করতে হবে। সব মিলিয়ে পরোক্ষে আম জনতার উপরও বোঝা চাপল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen