তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা দলনেত্রী মমতা ও সেনাপতি অভিষেকের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: আজ নতুন বছরের প্রথম দিন। আজই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস (Trinamool Congress Foundation Day 2026)। ১৯৯৮ সালের আজকের দিনে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গড়েছিলেন। ২৮ বছরে পা দিল বাংলার শাসক দল। সেই উপলক্ষ্যে সমাজ মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারী দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী-সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই। তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ, ভালোবাসা ও দোয়ায় পরিপূর্ণ। আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াইয়ে অবিচল আমরা। কোনও রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। মা-মাটি-মানুষ পরিবারের সকল একনিষ্ঠ কর্মী, সমর্থককে জানাই প্রণাম ও শ্রদ্ধা। জয় হিন্দ! জয় বাংলা!’’
দলের সাধারণ সম্পাদক অভিষেকের বার্তা, ‘‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজ্য তথা দেশবাসীর উন্নয়নে মা-মাটি-মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল কংগ্রেস পরিবারের সর্বস্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে আমার কুর্নিশ। নতুন বছরে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে, নব-উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন। সকল বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে – এই প্রার্থনা আমার।’’
On Trinamool Congress Foundation Day, I bow my head in gratitude to every member of our ever-expanding family. What began as a movement for change has evolved into a powerful democratic force.
My deepest respect is reserved for our grassroots workers. You are the authors of this…
— Abhishek Banerjee (@abhishekaitc) January 1, 2026
প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে দলের তরফে। তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা। রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক ও বুথ স্তরেও পালন করা হয় প্রতিষ্ঠা দিবস।