বর্ষবরণের রাতে সুইৎজারল্যান্ডের পানশালায় বিস্ফোরণ, মৃত অন্তত ৪০
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: বর্ষবরণের রাতে সুইৎজারল্যান্ডের এক পানশালা কেঁপে উঠল বিস্ফোরণে। ঘটনাটি ঘটেছে সুইৎজারল্যান্ডের ক্র্যানস-মন্টানায়। স্থানীয় সময় অনুযায়ী বুধবার গভীর রাতে পানশালার ভিতরে বহু মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত ছিলেন। তখনই বিস্ফোরণ হয়। অনেকে গুরুতর আহত হন। অনেক মানুষের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও অনেকে। বৃহস্পতিবার সুইস পুলিশ জানিয়েছে, লে কনস্টেলেশন নামের পানশালায় নববর্ষের পার্টি চলছিল। বিস্ফোরণের সময় অন্তত একশো লোক ছিল সেখানে। দক্ষিণ-পশ্চিম সুইৎজারল্যান্ড পুলিশের আধিকারিক গেটান ল্যাথিয়ন বলেন, “অজ্ঞাত কারণে বিস্ফোরণ ঘটেছে। এর ফলে অনেকে আহত এবং বেশ কয়েকজন নিহত হয়েছেন।”
জানা যাচ্ছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাত প্রায় দেড়টা নাগাদ ক্র্যানস-মন্টানার লে কনস্টেলেশন নামে এক পানশালায় ঘটনাটি ঘটে। নববর্ষ উদ্যাপনের অনুষ্ঠান চলাকালীন একের পর এক বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় গোটা পানশালায়। ভয় এবং আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। প্রাথমিক অনুমান, অনেক মানুষের মৃত্যু হয়েছে। একাধিক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পৌঁছয় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করার কাজ চলছে।
স্থানীয় সূত্রে খবর, পানশালার বেসমেন্টে প্রথম বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে। সংবাদসংস্থা এএফপি-র প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, অনেকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। লে কনস্টেলেশন নামের ওই পানশালাতে বর্ষবরণের রাতে প্রচুর মানুষ সমবেত হয়েছিলেন। বিস্ফোরণের নেপথ্যে কোনও নাশকতা হয়েছে কি না, তা খুঁজতে শুরু হয়েছে তদন্ত।