SIR in Bengal: গ্রাহ্য নয় হাই কোর্টের নির্দেশে বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট, বড় ঘোষণা কমিশনের

January 1, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৩: ইনিউমারেশনের পর বাংলায় চলছে SIR-র দ্বিতীয় পর্ব। শুনানি পর্বে ভোটারদের নথি যাচাইয়ের কাজ চলছে। এই আবহে বড় নির্দেশ দিল কমিশন। বলা হল, নথি হিসাবে গ্রাহ্য হবে না হাই কোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট। সম্প্রতি এক মামলায় SIR-র জন্য নথি হিসাবে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্যতা পাবে কি-না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তারপর এমন নির্দেশ দিল কমিশনের। যা খুবই তাৎপর্যপূর্ণ।

মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর (CEO) সূত্রে জানা গিয়েছে, এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) পাঠানো হয়েছে। বলা হয়েছে, ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত যেসব ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং হাই কোর্টের নির্দেশে যেগুলি বাতিল করা হয়েছে, সেগুলি SIR সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে না। নির্বাচনী আধিকারিকদের এই মর্মে বিশেষ নজর রাখারও নির্দেশ দিয়েছে কমিশন।

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের মার্চ মাসের পর প্রদত্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে (SIR) নথি হিসাবে ওবিসি সংশাপত্র ব্যবহার করার অভিযোগ ওঠে সম্প্রতি। মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। হাই কোর্টে SIR-র নথি থেকে ওবিসি শংসাপত্র বাদ দেওয়ার আবেদন করা হয়।

মামলার শুনানিতে আদালত নির্দেশ দেয়, SIR-র জন্য নথি হিসাবে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্যতা পাবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নিক কমিশন। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ দেখিয়ে ২০১০ সালের মার্চ মাসের পর প্রদত্ত ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য কি-না তার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। এরপরই বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানাল, কলকাতা উচ্চ আদালতের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না SIR সংক্রান্ত কাজের নথি হিসাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen