রাশিয়ার সঙ্গে কোনও ‘আপস’ নয়, ক্লান্ত হলেও আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না, কড়া বার্তা জেলেনস্কির

January 1, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: নতুন বছরের শুরুতেই যুদ্ধবিরতির জল্পনায় জল ঢেলে কড়া বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। বর্ষবরণের রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, রাশিয়ার সঙ্গে কোনও প্রকার ‘দুর্বল’ বা আপসমূলক শান্তিচুক্তিতে যাবে না কিভ। যুদ্ধের দীর্ঘস্থায়ী ক্লান্তিকে স্বীকার করে নিলেও, আত্মসমর্পণের সম্ভাবনাকে তিনি পুরোপুরি খারিজ করে দিয়েছেন।

বুধবার মধ্যরাতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে জেলেনস্কি ইতিহাসের প্রসঙ্গ টেনে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বোঝান। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি ইউক্রেনের কিছু অংশ সাময়িক দখল করেছিল, কিন্তু বর্তমান রুশ আগ্রাসন তার থেকেও দীর্ঘমেয়াদী রূপ নিয়েছে। আবেগী অথচ দৃঢ় কণ্ঠে তিনি প্রশ্ন তোলেন, “ইউক্রেন কি শান্তি চায়? অবশ্যই। কিন্তু তা কি যে কোনও মূল্যে? না।” তিনি স্পষ্ট করে দেন, শর্তহীন বা অসম্মানের শান্তি ইউক্রেন মেনে নেবে না।

জেলেনস্কি আরও বলেন, “আমরা কি ক্লান্ত? হ্যাঁ, খুবই। কিন্তু তার মানে কি আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত? কেউ যদি সেটা ভাবে, তবে সে মারাত্মক ভুল করছে।”

প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন মাত্র কিছুদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন যে যুদ্ধ চলবে এবং শেষ পর্যন্ত রাশিয়াই বিজয়ী হবে। দুই রাষ্ট্রপ্রধানের এই অনড় অবস্থান যুদ্ধ অবসানের সম্ভাবনাকে নতুন বছরের শুরুতেই আরও অনিশ্চিত করে তুলেছে।

কূটনৈতিক মহলের নজর ছিল চলতি সপ্তাহে আমেরিকার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও জেলেনস্কির বৈঠকের দিকে। বৈঠক শেষে ইউক্রেনীয় প্রেসিডেন্ট দাবি করেন, যুদ্ধ সংক্রান্ত দু’টি বড় জটিলতার মধ্যে একটির সমাধান হয়েছে। অন্যদিকে, ট্রাম্প কিছুটা সতর্ক প্রতিক্রিয়া দিয়ে জানান, সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এখনই শান্তিচুক্তির নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইউক্রেনের বিরোধের মূল কাঁটা এখন ডনবাস অঞ্চল এবং ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা। মস্কো শর্ত দিয়েছে, ডনবাস থেকে ইউক্রেনকে সেনা প্রত্যাহার করতে হবে, যা কিভ মানতে নারাজ। এর মধ্যেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে মস্কোর একটি দাবিকে কেন্দ্র করে। রাশিয়ার (Russia) অভিযোগ, ইউক্রেন ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টা করেছে। যদিও ইউক্রেন এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছে, রাশিয়া নিজেদের সরকারি ভবনে হামলার নাটক সাজিয়ে বড়সড় আক্রমণের প্রেক্ষাপট তৈরি করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen