SIR-এ নথির গেরো! শুনানির পরদিনই দেশছাড়া হওয়ার আতঙ্কে মৃত্যু বাঁকুড়ার বৃদ্ধার

January 1, 2026 | < 1 min read

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৪: ফের SIR-র আতঙ্কে মৃত্যু বাংলায়। নাগরিকত্ব বা ভিটেমাটি হারানোর ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক বৃদ্ধা। পরিবারের অভিযোগ, এসআইআর (SIR)-এর শুনানিতে গিয়ে পুরনো নথি দেখাতে না পারার আতঙ্কেই মৃত্যু হয়েছে তাঁর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লেদারঘাট গ্রামে। মৃতের নাম রহিমা বিবি (৬৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, স্বামীর মৃত্যুর পর থেকে লেদারঘাট গ্রামেই নিজের মেয়ে ও জামাইয়ের কাছে থাকতেন রহিমা বিবি। তাঁর কাছে সচিত্র ভোটার কার্ড, আধার কার্ড সবই ছিল। তা সত্ত্বেও রেহাই মিলল না। পরিবারের দাবি, সম্প্রতি SIR-র গণনা ফর্মে ২০০৪ বা তার আগের অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকার তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু সেই পুরনো নথি না থাকায় সমস্যায় পড়েন ওই বৃদ্ধা।

পরিবারের সদস্যরা জানান, ২০০২ সালের তথ্য দিতে না পারায় তাঁকে এসআইআর-এর শুনানিতে তলব করা হয়। গত কয়েকদিন ধরেই পুরনো নথিপত্র জোগাড় করতে না পেরে চরম দুশ্চিন্তায় দিন কাটছিল তাঁর। শুনানির দিন তিনি হাজির হলেও প্রয়োজনীয় সেই নথি দেখাতে পারেননি। অভিযোগ, এরপর থেকেই দেশছাড়া হওয়ার আতঙ্ক জাঁকিয়ে বসে তাঁর মনে। তিনি ভেবেছিলেন, হয়তো আর দেশে থাকতে পারবেন না।

মৃতার মেয়ে ও জামাই জানান, শুনানির পর থেকেই ভয়ে সিঁটিয়ে ছিলেন রহিমা বিবি। অবশেষে শুনানির ঠিক পরদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। পরিবারের আক্ষেপ, শুধুমাত্র নথির জটিলতা আর অজানা আতঙ্কেই প্রাণ দিতে হলো ৬৫ বছরের এই বৃদ্ধাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen