র্যাম্প মঞ্চে অভিষেকের ‘জনগর্জন’! শুক্রবার বারুইপুর থেকে শুরু হচ্ছে তৃণমূলের নির্বাচনী প্রচার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫২: ‘পাখির চোখ’ ছাব্বিশের বিধানসভা নির্বাচন। বছরের শুরুতেই জোরকদমে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় দু’বছর পর নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা (South 24 Parganas) জুড়ে মেগা জনসভা করতে চলেছেন তিনি। শুক্রবার বারুইপুরের (Baruipur) সাগর সংঘের মাঠে আয়োজিত এই জনসভাকে ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। তবে সবকিছুর ঊর্ধ্বে এই সভার মূল আকর্ষণ হতে চলেছে এর অভিনব মঞ্চসজ্জা।
প্রশাসন ও দলীয় সূত্রে খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কলকাতার ব্রিগেডে যেভাবে র্যাম্পের আদলে মঞ্চ তৈরি হয়েছিল, বারুইপুরেও তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। উদ্দেশ একটাই- বক্তব্য রাখার সময় পোডিয়ামের গণ্ডিতে আটকে না থেকে জনতার একেবারে মাঝখানে পৌঁছে যাওয়া।
সাগর সংঘের মাঠ জুড়ে তৈরি হওয়া এই মঞ্চের গঠনশৈলী দেখলেই বোঝা যাচ্ছে প্রস্তুতির বহর। মূল মঞ্চের সঙ্গে যুক্ত করা হয়েছে ২০০ ফুট বাই ১৪০ ফুটের একটি দীর্ঘ র্যাম্প। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই র্যাম্পে হেঁটেই জনতার উদ্দেশে ভাষণ দেবেন। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে র্যাম্পের দু’ধারে মোতায়েন থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী।
মূল মঞ্চের সজ্জাতেও রাখা হয়েছে বিশেষ ভাবনার ছাপ। মূল মঞ্চের দু’পাশে জনপ্রতিনিধিদের জন্য আরও দুটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। যার পিছনে থাকছে প্রায় ৪০ ফুটের জায়ান্ট স্ক্রিন। জানা গিয়েছে, ৩১ জন বিধায়ক বসবেন একদিকের মঞ্চে। অন্যদিকে জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বসবেন অন্য মঞ্চটিতে। মঞ্চের দুই প্রান্তে রাখা হয়েছে দুটি আলাদা পোডিয়াম।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি সরাসরি মঞ্চের পিছনে এসে থামবে এবং সেখানে জনপ্রতিনিধিদের জন্য একটি বিশ্রামকক্ষও (গ্রিন রুম) তৈরি করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য, বিশেষ করে বৈদ্যুতিন ও সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, শুক্রবারের এই সভা কার্যত জনপ্লাবনে রূপ নেবে। জেলার দুই সাংগঠনিক এলাকা থেকেই হাজার হাজার দলীয় কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। রেকর্ড জমায়েতের কথা মাথায় রেখে মাঠের চারপাশে বড় বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যাতে দূরের দর্শকরাও ভাষণ শুনতে ও দেখতে পান। শুক্রবার দুপুর ২টো থেকে শুরু হবে এই মেগা জনসভা।