অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে রাশ! নতুন বছরেই ‘অ্যাকশন প্ল্যান’ চালুর পথে রাজ্য

January 1, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪০: নতুন বছরের শুরুতেই জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার (State Government)। অ্যান্টিবায়োটিকের (antibiotics) বাছবিচারহীন ও যথেচ্ছ ব্যবহারে লাগাম পরাতে এবার রাজ্যস্তরে চালু হতে চলেছে ‘স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান’। স্বাস্থ্য দপ্তর (Health Department) সূত্রে খবর, আগামী ৯ জানুয়ারি এই বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই এই অ্যাকশন প্ল্যানের চূড়ান্ত খসড়া অনুমোদিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotic resistance) বা জীবাণুর ওষুধ প্রতিরোধক ক্ষমতা তৈরি হওয়া বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে এক বড় চ্যালেঞ্জ। সেই বিপদ মোকাবিলায় গত এক বছর ধরেই সক্রিয় ভূমিকা পালন করছে রাজ্য। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত এই নয়া নীতিতে হাসপাতালের ইনডোর, আউটডোর, সিসিইউ এবং আইসিইউ-তে কোন পরিস্থিতিতে ঠিক কোন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে, তার সুস্পষ্ট নির্দেশিকা বা ‘প্রোটোকল’ থাকছে। পাশাপাশি, কোন কোন অ্যান্টিবায়োটিকের ব্যবহার সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠছে এবং সেগুলির ব্যবহারে অবিলম্বে নিয়ন্ত্রণ প্রয়োজন, তা-ও ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

তবে এই উদ্যোগ কেবল মানবস্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। স্বাস্থ্য দপ্তরের (health department) আধিকারিকরা বিষয়টিকে দেখছেন ‘ওয়ান হেলথ’ (One Health) দৃষ্টিভঙ্গি থেকে। সেই কারণে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং পরিবেশ দপ্তরের সঙ্গেও দফায় দফায় আলোচনা করেছেন স্বাস্থ্যকর্তারা। পশুপালন বা মাছ চাষে অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে পরিবেশ ও মানবদেহে যে দীর্ঘমেয়াদি কুপ্রভাব পড়ছে, তা রুখতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) এক পদস্থ আধিকারিকের কথায়, “মানবস্বাস্থ্য, পশুপালন, মৎস্যচাষ ও পরিবেশ- প্রতিটি ক্ষেত্র একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ না থাকলে অন্য ক্ষেত্রে তার প্রভাব পড়তে বাধ্য। তাই একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান তৈরির প্রয়োজনীয়তা ছিল।” জানা গিয়েছে, নতুন এই পরিকল্পনায় নজরদারি জোরদার করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ৯ তারিখের বৈঠকে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতেই এই নীতি চূড়ান্ত রূপ পাবে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen