নতুন বছরের শুরুতেও কাটল না জট, ISL নিয়ে ফেডারেশনকে পালটা চাপ ক্লাবজোটের

January 1, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪০: নতুন বছরের শুরুতেও কাটল না ভারতীয় ফুটবলের আকাশে কালো মেঘ। উল্টে নতুন বছরের প্রথম দিনেই ইন্ডিয়ান সুপার লিগ (ISL) আয়োজন নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং ক্লাবগুলোর সংঘাত আরও তীব্র আকার ধারণ করল। ফেডারেশনের দেওয়া সময়সীমার শেষ দিনে লিগে অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানানোর বদলে একগুচ্ছ শর্ত চাপিয়ে দিল ক্লাবজোট।

ফেডারেশন আগেই ১৩টি আইএসএল ক্লাবকে চিঠি পাঠিয়ে জানিয়েছিল, ২০২৫-২৬ মরশুমে অংশগ্রহণের বিষয়ে ১ জানুয়ারির মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। জানা গিয়েছে, জামশেদপুর এফসি বাদে বাকি সব ক্লাব ফেডারেশনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা লিগ খেলতে ইচ্ছুক, কিন্তু বর্তমান পরিকাঠামোয় শর্তহীন সম্মতি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

ক্লাবজোটের মূল দাবি মূলত আর্থিক নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে। তাদের বক্তব্য, লিগ আয়োজনের আগে আর্থিক সতর্কতা, আনুপাতিক খরচ এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট (NSGA)-এর নির্দেশিকা উল্লেখ করে ক্লাবগুলি জানিয়েছে, লিগের কোনও নির্দিষ্ট বাণিজ্যিক অংশীদার (Commercial Partner) না থাকায়, আর্থিক দায়ভার ফেডারেশনকেই নিতে হবে।

সবচেয়ে বড় দাবিটি এসেছে অংশগ্রহণ ফি বা পার্টিসিপেশন ফি নিয়ে। গত মরশুমগুলিতে ক্লাবগুলিকে ১২ থেকে ১৬ কোটি টাকা পর্যন্ত ফি দিতে হতো। কিন্তু ক্লাবগুলির অভিযোগ, সংক্ষিপ্ত মরশুমে আয়ের কোনও স্থায়ী মডেল নেই। ফলে এই বিপুল টাকার বোঝা তাদের পক্ষে বহন করা আর সম্ভব নয়। তাই তারা এই ফি থেকে সম্পূর্ণ অব্যাহতি চেয়েছে।

স্পোর্টিং ক্লাব দিল্লির সিইও ধ্রুব সুদ ফেডারেশনের কাছে পাঠানো যৌথ চিঠিতে উল্লেখ করেছেন, কমার্শিয়াল পার্টনার চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবং খরচের সঠিক বণ্টন ও সরকারি সহায়তার নিশ্চয়তা না পেলে ক্লাবগুলির পক্ষে লিগ খেলা কঠিন।

সূত্রের খবর, এশিয়ান কোটা বা স্লট পাওয়ার জন্য কতগুলি ম্যাচ খেলা বাধ্যতামূলক, তা জানতে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)-এর সঙ্গে যোগাযোগ করেছে ফেডারেশনের তিন সদস্যের কমিটি। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক লিগ আয়োজনের বিষয়ে আশাবাদী এবং ফেডারেশনও সমাধানের চেষ্টা চালাচ্ছে। কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যে কোনও রফাসূত্র না বেরোনোয়, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং-সহ ১৩টি ক্লাবের জোট কার্যত ফেডারেশনকে কড়া বার্তা দিল।

আইএসএল নিয়ে এই চরম অনিশ্চয়তার প্রথম বড় প্রভাব পড়ল কেরালা ব্লাস্টার্সের ওপর। লিগ আয়োজন নিয়ে ধোঁয়াশা থাকায় বড় সিদ্ধান্ত নিল দক্ষিণী এই ক্লাবটি। তাদের দীর্ঘদিনের অধিনায়ক এবং তারকা উরুগুয়ের মিডফিল্ডার আদ্রিয়ান লুনাকে চলতি মরশুমের বাকি সময়ের জন্য বিদেশি ক্লাবে লোনে পাঠিয়ে দেওয়া হয়েছে। ২০২১ সাল থেকে ব্লাস্টার্সে খেলা লুনার সঙ্গে ক্লাবের পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী মরশুমে তাঁর ফেরার রাস্তা খোলা থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen