ভোটের আগে বাংলার মন পেতে বড় ‘উপহার’ কেন্দ্রের! চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার

January 1, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪০: নতুন বছরের শুরুতেই রাজ্যবাসীর জন্য সুখবর নিয়ে এল ভারতীয় রেল। হাওড়া-এনজেপি বা পুরী রুটের সফলতার পর এবার বাংলার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। সব জল্পনার অবসান ঘটিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnava) ঘোষণা করলেন, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে বাংলাই। সামনেই রাজ্যে নির্বাচন, আর তার আগেই কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে-তবে কি ভোটের আগে বাংলার মানুষের মন পেতেই এই মাস্টারস্ট্রোক মোদী সরকারের?

বৃহস্পতিবার, বছরের প্রথম দিনেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বহু প্রতীক্ষিত এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি চলবে গুয়াহাটি থেকে কলকাতা রুটে। এতদিন এই রুটে বসে যাওয়ার বন্দে ভারত থাকলেও, এবার স্লিপার ভার্সনে শুয়েই আরামদায়কভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে পারবেন যাত্রীরা। রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে সময় পাওয়া গেলেই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে। তবে রেলমন্ত্রীর ইঙ্গিত অনুযায়ী, চলতি মাসের ১৭ কিংবা ১৮ তারিখ নাগাদ এই ট্রেনের উদ্বোধন হতে পারে।

রেলমন্ত্রী জানিয়েছেন, ১৬ কোচের এই ট্রেনটি হবে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এতে থাকছে ‘কবচ’ প্রযুক্তি এবং ‘ইমার্জেন্সি টক ব্যাক’ সিস্টেমের মতো অত্যাধুনিক সুবিধা। ট্রেনটির কোচ বিন্যাস নিম্নরূপ

* এসি থ্রি-টায়ার: ১১টি কোচ
* এসি টু-টায়ার: ৪টি কোচ
* ফার্স্ট ক্লাস এসি: ১টি কোচ
একসঙ্গে মোট ৮২৩ জন যাত্রী এই ট্রেনে যাতায়াত করতে পারবেন।

সম্ভাব্য ভাড়া

বিলাসবহুল এই ট্রেনের ভাড়ার একটি সম্ভাব্য তালিকাও প্রকাশ্যে এসেছে

* এসি থ্রি-টায়ার: প্রায় ২,৩০০ টাকা
* এসি টু-টায়ার: প্রায় ৩,০০০ টাকা
* ফার্স্ট ক্লাস এসি: প্রায় ৩,৬০০ টাকা

ভ্রমণপিপাসু বাঙালির রসনার কথা মাথায় রেখে ট্রেনের মেনুতেও বিশেষ চমক রাখা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা থেকে ছাড়ার সময় যাত্রীরা পাবেন খাঁটি বাঙালি খাবারের স্বাদ। অন্যদিকে, গুয়াহাটি থেকে ফেরার পথে পরিবেশন করা হবে ঐতিহ্যবাহী অসমিয়া খাবার।

জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ট্রেনের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। তবে উদ্বোধনের সময়ের দিকে তাকালে রাজনৈতিক সমীকরণও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছরেই বাংলায় নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে বাংলার সংযোগ ব্যবস্থাকে উন্নত করে রাজ্যবাসীর মন জয় করতে মরিয়া কেন্দ্রীয় সরকার। বন্দে ভারত স্লিপারের মতো প্রিমিয়াম ট্রেন উপহার দেওয়া সেই কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen