বড়দিনকে টেক্কা দিল ১ জানুয়ারি! ভিড়ের লড়াইয়ে ‘ফার্স্ট বয়’ ইকো পার্ক, রইল খতিয়ান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪০: কনকনে ঠান্ডা আবহাওয়া, তবুও ঘরবন্দি থাকতে নারাজ বাঙালি। বরং জাঁকিয়ে শীতকে সঙ্গী করেই বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) জনজোয়ারে ভাসল কলকাতা (Kolkata)। পরিসংখ্যান বলছে, ভিড়ের লড়াইয়ে এবারের বড়দিনকেও (২৫ ডিসেম্বর) হারিয়ে দিয়েছে ১ জানুয়ারি। চিড়িয়াখানা থেকে ইকো পার্ক (Eco Park), সর্বত্রই ছিল উপচে পড়া ভিড়। তবে শহরের সমস্ত দর্শনীয় স্থানকে পেছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে ‘ফার্স্ট বয়’ সেই ইকো পার্কই।
শহরের প্রধান ছয়টি দর্শনীয় স্থানের পরিসংখ্যান একত্র করলে দেখা যাচ্ছে, ২৫ ডিসেম্বর যেখানে মোট দর্শনার্থী ছিলেন ১ লক্ষ ৬৪ হাজার ৮০০ জন, সেখানে ১ জানুয়ারি সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৭৫৯ জন। অর্থাৎ, প্রায় ৩০ হাজার বেশি মানুষ বছরের প্রথম দিনে রাস্তায় নেমেছিলেন।
এক নজরে ভিড়ের পরিসংখ্যান ও জনপ্রিয়তার লড়াই:
১. ইকো পার্ক (শীর্ষ স্থান):
বড়দিনের মতো ১ জানুয়ারিতেও ভিড়ের নিরিখে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে নিউ টাউনের ইকো পার্ক। ২৫ ডিসেম্বর এখানে এসেছিলেন ৫০,৭০০ জন। আর বছরের প্রথম দিনে সেই সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৬৬,৪৯৪ জন! অর্থাৎ, বড়দিনের চেয়ে প্রায় ১৬ হাজার বেশি মানুষ ভিড় জমিয়েছেন এখানে। বিশাল আয়তন এবং দীর্ঘ সময় (সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭:৩০) খোলা থাকার কারণে পর্যটকদের প্রথম পছন্দ ছিল ইকো পার্ক।
২. আলিপুর চিড়িয়াখানা (দ্বিতীয় স্থান):
জনসমাগমের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে আলিপুর চিড়িয়াখানা। সাধারণত বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকলেও, ১ জানুয়ারি বিশেষ কারণে তা খোলা রাখা হয়েছিল। আর তাতেই বাজিমাৎ। বড়দিনে ৪৪,৬৫৪ জন এলেও, ১ জানুয়ারি ভিড় ৫০ হাজারের গণ্ডি পার করে পৌঁছে যায় ৫২,৩৪১-এ।
৩. ভিক্টোরিয়া মেমোরিয়াল (তৃতীয় স্থান):
শীতের দুপুরে পিকনিক বা আড্ডার জন্য ভিক্টোরিয়া বরাবরই জনপ্রিয়। ১ জানুয়ারি ভিক্টোরিয়ার ভিতরের মিউজিয়াম বা সংগ্রহশালা বন্ধ থাকলেও বাগানে ভিড় করেছিলেন ৩৬,৭০০ জন। যা বড়দিনের তুলনায় প্রায় ২ হাজার বেশি।
৪. সায়েন্স সিটি (চতুর্থ স্থান):
বিজ্ঞান পিপাসু ও কচিকাঁচাদের ভিড় ছিল সায়েন্স সিটিতেও। ১ জানুয়ারি এখানে টিকিট বিক্রি হয়েছে ২৪,৮৫৮টি। বড়দিনের (২২,৩১৬ জন) তুলনায় এখানেও ভিড় বেড়েছে।
৫. ভারতীয় জাদুঘর ও নিক্কো পার্ক:
ব্যতিক্রম কেবল ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। এখানে বড়দিনের তুলনায় ১ জানুয়ারি ভিড় সামান্য কমেছে। ১ জানুয়ারি জাদুঘরে এসেছিলেন ৭,৩৬৬ জন (বড়দিনে ছিল ৭,৯৭৯)। অন্যদিকে, নিক্কো পার্কে দুই দিনেই গড়ে পাঁচ হাজার মানুষের সমাগম হয়েছে।
দর্শনীয় স্থানগুলি ছাড়াও শহরের রেস্তোরাঁ এবং খাবারের দোকানগুলিতেও ছিল চোখে পড়ার মতো ভিড়। সব মিলিয়ে, শীতের আমেজ গায়ে মেখে উৎসবের মেজাজেই নতুন বছরকে স্বাগত জানাল কলকাতা।