নীতীশের পথেই হিমন্ত, ভোটে জিততে একদা খোঁচা দেওয়া ‘খয়রাতির রাজনীতি’কেই হাতিয়ার করছে BJP?

January 2, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: চলতি বছরই অসমে ভোট। তার আগে নতুন বছরের শুরুতে অসমের মুখ্যমন্ত্রী যেন কল্পতরু হলেন। ভোটের আগে পুরুষ ও মহিলাদের জন্য একাধিক আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন ‘উপহার’-র কথা।

নতুন প্রকল্প ‘বাবু আচনি’, তার আওতায় পয়লা ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তরস্তরের ছাত্রদের বৃত্তি হিসাবে প্রতি মাসে দু’হাজার টাকা করে দেওয়া হবে। স্নাতকস্তরের ছাত্রদের দেওয়া হবে এক হাজার টাকা করে। অসমে ‘অরুণোদয়’ প্রকল্পের অধীনে মহিলাদের মাসে হাজার টাকা ভাতা দেওয়া হয়। ভোটের মুখে হিমন্ত ঘোষণা করলেন, জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত পাঁচ মাসের ভাতা একত্রে দেওয়া হবে ফেব্রুয়ারিতে। অতিরিক্ত ৩ হাজার টাকা করে ‘বোহাগ বিহু’ অর্থাৎ বিহুর উপহার পাবেন মেয়েরা। আগামী ২০ ফেব্রুয়ারি ৩৭ লক্ষেরও বেশি মহিলাকে ‘বোহাগ বিহু’ উপহার দেওয়া হবে। অর্থাৎ ভোটের ঠিক আগে আগে এককালীন ৮ হাজার টাকা করে পাবেন মহিলারা। ঠিক যেন নীতীশ কুমারের ধাঁচ। ভোটের আগে এভাবেই একের পর এক প্রকল্প এনেছিলেন তিনি। বিহারের এনডিএ সরকার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা পাঠিয়েছিল একেবারে শেষ মুহূর্তে, ভোটের প্রাক্কালে।

কয়েক মাস আগেও অসমে বিজেপির পক্ষে ক্ষমতায় ফেরা মসৃণ মনে হচ্ছিল, এখন পরিস্থিতি বদলেছে। জাতিগত সমীকরণ বদলাচ্ছে। মুসলিমরা একজোট। অসমীয়াদের মধ্যেও ক্ষোভ রয়েছে। পরিস্থিতি অনুকূল নয় বলেই কি খয়রাতির রাজনীতি শুরু করলেন হিমন্ত বিশ্বশর্মা?

এখানেই প্রশ্ন উঠছে বিজেপির দ্বিচারিতা নিয়ে। অবিজেপি তথা বিরোধী দলের সরকার সামাজিক প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দিলে, বিজেপি নেতারা আক্রমণ করেন। দান-খয়রাতির রাজনীতি বলে সরব হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্পকে এক সময়ে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী, তাঁর দল এবং অন্যান্য রাজনৈতিক বিরোধীরা। মামলা অবধি হয়েছে। কিন্তু ভোট বৈতরণী পেরোতে একের পর এক রাজ্যে বিজেপিকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটতে হয়। ওড়িশা, মহারাষ্ট্র সর্বত্র মমতা মডেলে জয় পেয়েছে বিজেপি। আক্রমণ শানানো রেউড়ি বা খয়রাতি সংস্কৃতিকেই আপন করে নিতে হয়েছে বারে বারে। এবার অসমের হিমন্ত সেই পথে এগোলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen