জেলবন্দি উমর খালিদকে চিঠি জোহরান মামদানির, কী লিখলেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র?

January 2, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: জেলবন্দি গবেষক উমর খালিদের (Umar Khalid) উদ্দেশ্যে চিঠি লিখলেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি (Zohran Mamdani)। বছরের প্রথম দিনই তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেন। মামদানির নিজের হাতে লেখা চিঠিটি উমর খালিদের বাবা-মা—সৈয়দ কাসিম রসুল ইলিয়াস এবং সাহিবা খানমের হাতে তুলে দেওয়া হয়েছে। চিঠিতে মামদানি লিখছেন, তাঁরা সবাই উমর খালিদের কথা ভাবছেন। চিঠিটি কয়েক দিন আগেই লেখা, বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসে। মামদানির শপথের দিনই এক্স-পোস্টে চিঠির একটি ছবি শেয়ার করেছেন খালিদের সঙ্গী বনজ্যোৎস্না লাহিড়ী।

চিঠিতে নিউ ইয়র্কের মেয়র লিখেছেন, ‘‘তোমার তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে তোমার নিজের কথাগুলো নিয়ে আমি খুব ভাবি। এও ভাবি, কীভাবে সেই তিক্ততাকে তুমি তোমার নিজের উপর একেবারেই প্রভাব ফেলতে দাও নি। তোমার বাবা-মায়ের সঙ্গে দেখা করে ভাল লেগেছে। আমরা সবাই তোমার কথা ভাবছি।”

প্রসঙ্গত, গত বছর খালিদের বাবা-মা মার্কিন মুলুকে গিয়েছিলেন। বনজ্যোৎস্না জানান, তাঁদের ছোট মেয়ের বিয়ের ঠিক আগে তাঁরা বড় মেয়ের সঙ্গে দেখা করতে যান। সেই সময়েই তাঁদের সঙ্গে মামদানির সাক্ষাৎ হয়। চিঠিতে সেই সাক্ষাতের কথা উল্লেখ করে মামদানি জানিয়েছেন, খালিদের বাবা-মায়ের সঙ্গে দেখা করে তিনি আনন্দ পেয়েছিলেন।

এর আগেও একাধিকবার উমর খালিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন জোহরান মামদানি। ২০২৩ সালে ভারতের প্রধানমন্ত্রী মোদীর হোয়াইট হাউস সফরের সময় আয়োজিত একটি অনুষ্ঠানে, জেলে বসে লেখা উমর খালিদের ডায়েরির অংশ পাঠ করে শোনান মামদানি।

উল্লেখ্য, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্কলার উমর খালিদ ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলায় গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই দাঙ্গার সঙ্গে তাঁর যোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে UAPA ধারায় মামলা দায়ের করা হয়। যদিও একটি মামলায় দিল্লি হাইকোর্ট তাঁকে মুক্তি দিয়েছিল, তবে অন্য একটি মামলায় এখনও তিনি জেলবন্দি। একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen