টোটো থাকলে উজ্জ্বলা গ্যাসের সংযোগ নয়, কেন্দ্রের নির্দেশিকা ঘিরে বিতর্ক

January 2, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৫: বাড়িতে টোটো থাকলে পাওয়া যাবে না উজ্জ্বলা গ্যাসের সংযোগ। এই মর্মেই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্র সরকার সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিজের তিন বা চারচাকা গাড়ি বা মাছ ধরার বোট থাকলে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। নয়া নির্দেশিকায় অবাক উপভোক্তা থেকে ডিলার, সকলে। ডিলারদের দাবি, সব নির্দেশিকা মানা হলে বহু দরিদ্র পরিবার প্রকল্পের সুবিধা পাবে না।

কোনও পরিবারে টোটো বা তিন চাকার অন্য কোনও গাড়ি থাকা মানেই তিনি আর্থিকভাবে সম্পন্ন, এমনটা ভাবা ভুল, এমনই বলছেন ডিলাররা। বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে অনেকেই টোটো কিনেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩০ স্কোয়ার মিটার কার্পেট এরিয়া নিয়ে কারও বাড়ি থাকলে, প্রকল্পের আওতায় পড়বে না সংশ্লিষ্ট ব্যক্তি।

একাধিক শর্ত চাপিয়েছে কেন্দ্র। যেমন, তিন-চার চাকার কৃষি যন্ত্রাংশ থাকা চলবে না। পরিবারের কোনও সদস্যর মাসে ১০ হাজার টাকা আয় হলে তাঁকে উজ্জ্বলা যোজনার বাইরে রাখতে হবে। মূল্যবৃদ্ধিতে পুড়ছে দেশ, এমতাবস্থায় মাসে ১০ হাজার টাকায় সংসার চালানো দায়। সেখানে, বলা হচ্ছে ১০ হাজার বেশি আয় হলে তাঁকে গ্যাসের সংযোগ দেওয়া যাবে না। এমন পরিবার খুঁজে পাওয়া দায়।

ডিলারদেরকে আবেদনপত্র খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। কেউ কোনও তথ্য লোকালে তার দায় ডিলারদের নিতে হবে। কোনও পরিবারের টোটো বা অন্য তিন চাকার গাড়ি রয়েছে কি-না, তা যাচাই করা ডিলারদের পক্ষে কার্যত অসম্ভব। সাফ কথায়, কেন্দ্রের এত শর্ত মানা সম্ভব নয়। যে সব শর্ত চপানো হয়েছে, সব শর্ত মানলে হাতে গোনা কয়েকটি পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। বহু আবেদনপত্র বাতিল হয়ে যাবে। ডিলাররাই বলছেন, টোটো বা অন্য মোটরচালিত যন্ত্র কেউ শখে কেনে না। সংসার চালানোর খরচ তুলতেই এই সমস্ত যান কেনেন একেবারে নিম্নবিত্ত পরিবার। তাদের মতে, এমন শর্ত না-চাপালেই ভাল হত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen