বৈবাহিক জীবন নিয়ে কুরুচিকর মন্তব্যে পুলিশের দ্বারস্থ রিঙ্কু, দিলীপ রাজনীতিতে সক্রিয় হতেই আক্রমণ?

January 2, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: দীর্ঘ আট মাস পর দলের বৈঠকে দেখা গেল দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। অমিত শাহের কথায় মাঠে নেমে পড়ার বার্তা দিয়েছেন বঙ্গ বিজেপির সফলতম সভাপতি। বিজেপিতে তিনি সক্রিয় হতেই শুরু হল আক্রমণ। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের নিশানায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাই পুলিশের দ্বারস্থ হলেন দিলীপ-জায়া।

অভিযোগ, দুই ব্যক্তি সমাজ মাধ্যমে দিলীপের বিবাহিত জীবন নিয়ে একের পর এক আপত্তিজনক পোস্ট করে চলেছেন। যা নিয়ে বিধাননগর সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হয়েছে দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ। বিয়ের পর থেকেই বিভিন্ন মহলে বার বার কটাক্ষের শিকার হয়েছেন দিলীপ-রিঙ্কু। এমনকি রাজনীতিতেও কোণঠাসা হয়ে পড়েছিলেন তাঁরা।

সম্প্রতি অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামের দু’টি অ্যাকাউন্ট থেকে দিলীপ ও তাঁর স্ত্রীর বিবাহিত জীবন সম্পর্কে নানা অবমাননাকর পোস্ট করা হচ্ছে। রিঙ্কুর অভিযোগ, অসত্য ও মানহানিকর মন্তব্য পোস্ট করা হচ্ছে। রিঙ্কুর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

প্রসঙ্গত, ১৮ এপ্রিল বিয়ে করেছিলেন দিলীপ ও রিঙ্কু। নিউটাউনের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ দিলীপ। তার পর থেকে একাধিক বার আক্রমণের মুখে পড়েছেন দু’জনে। মে মাসে রিঙ্কুর একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর পরও দিলীপ-রিঙ্কুকে নিয়ে সমাজ মাধ্যম নানা কুরুচিকর মন্তব্য দেখা গিয়েছিল। সদ্য রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন দিলীপ। তারপরই কি শুরু হল তাঁকে আক্রমণ করা? নেপথ্যে কি বিজেপির কোনও শিবিরের যোগ রয়েছে? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen