ভোটার তালিকা সংশোধনে এবার খোদ বিধায়ককে তলব! কমিশনের নোটিসে শোরগোল হাওড়ায়

January 2, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: বিশিষ্ট কবি জয় গোস্বামীদের পর এবার খোদ শাসকদলের বিধায়ক। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা এসআইআর (SIR)-এর শুনানিতে এবার দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীকে (Nandita Choudhury) তলব করল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ৪ জানুয়ারি, রবিবার তাঁকে শুনানির জন্য হাওড়া ময়দানের কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে খবর, বিএলও (BLO) মারফত ইতিমধ্যেই বিধায়কের কাছে কমিশনের নোটিস পৌঁছেছে। নির্দেশ অনুযায়ী, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত দিনে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হবে তাঁকে। নন্দিতা চৌধুরী জানিয়েছেন, তাঁর হাওড়ার বাড়িতে গিয়ে বিএলও (BLO) সশরীরে এই নোটিস দিয়ে এসেছেন। তবে একজন বর্তমান বিধায়ক এবং দীর্ঘদিনের ভোটার হওয়া সত্ত্বেও কেন তাঁকে শুনানিতে ডাকা হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

দক্ষিণ হাওড়ার (Howrah South Assembly constituency) বর্তমান বিধায়ক নন্দিতা চৌধুরী রাজনৈতিক মহলে বেশ পরিচিত মুখ। তিনি হাওড়ার প্রাক্তন সাংসদ এবং একাধিকবারের বিধায়ক প্রয়াত অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের কন্যা। পাশাপাশি বর্তমানে তিনি হাওড়া জেলা (সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভানেত্রী। এমন একজন হাই-প্রোফাইল জনপ্রতিনিধিকে ভোটার তালিকার শুনানিতে তলব করায় তিনি কার্যত হতবাক।

বিষয়টি নিয়ে শুক্রবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নন্দিতা চৌধুরী। তিনি বলেন, ‘‘কী কারণে আমাকে শুনানিতে ডাকা হলো, তা আমিও বুঝতে পারছি না।’’ কমিশনের এই প্রক্রিয়ার সমালোচনা করে তিনি আরও যোগ করেন, ‘‘বৈধ ভোটারদের এভাবে শুনানিতে ডেকে অকারণে মানুষকে হয়রান করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’’

প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিশিষ্টজনদের তলব করার ঘটনা এই প্রথম নয়। চলতি সপ্তাহেই বিশিষ্ট কবি জয় গোস্বামীকেও (Joy Goswami) এসআইআর (SIR) শুনানিতে তলব করেছিল কমিশন। শুক্রবারই তাঁকে শুনানি কেন্দ্রে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরপর বিশিষ্ট নাগরিক ও জনপ্রতিনিধিদের এভাবে নথিপত্র যাচাইয়ের জন্য তলব করায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen