সম্ভ্রম বাঁচাতে রণংদেহি রূপ! ধর্ষণকারীকে কুপিয়ে খুন, যোগীরাজ্যে গ্রেপ্তার তরুণী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: বছরের শুরুতেই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। নিজের সম্ভ্রম বাঁচাতে ধর্ষণকারীকে কুঠার দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ১৮ বছরের তরুণীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার মুরওয়াল গ্রামে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সুখরাজ প্রজাপতি (৫০)। গত বৃহস্পতিবার অর্থাৎ ১ জানুয়ারি, বিকেলের দিকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় থানার স্টেশন হাউস অফিসার (SHO) রাজেন্দ্র সিং রাজাওয়াত জানিয়েছেন, দুপুর ৩.৩০ মিনিট নাগাদ একটি বাড়ি থেকে সুখরাজের দেহটি পাওয়া যায়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল।
ঘটনার পরই নিহতের পরিবারের পক্ষ থেকে তরুণীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠারটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশি জেরায় ধৃত তরুণী দাবি করেছেন, ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে প্রতিবেশী সুখরাজ জোর করে তাঁর ঘরে ঢুকে তাঁকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। সম্ভ্রম বাঁচাতে এবং আত্মরক্ষার তাগিদে তিনি হাতের কাছে থাকা কুঠার দিয়ে সুখরাজকে আঘাত করেন। সেই আঘাতেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।
পুলিশ জানিয়েছে, শুক্রবারই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তরুণীকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে পুলিশ। আত্মরক্ষার খাতিরে খুন, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police)।