সঙ্গীতের জাদুকর এবার অভিনেতা— প্রভু দেবার সঙ্গে রহমনের ‘মুনওয়াক’
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: নতুন বছরের প্রথমেই বিনোদনজগতের সবচেয়ে বড় চমক! বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন এআর রহমান। সঙ্গীতজগতে দুই যুগের বেশি সময় ধরে তাঁর ম্যাজিক দেখিয়েছেন তিনি। অস্কারজয়ী এই সঙ্গীতগুরু এবার নিজের প্রতিভার নতুন দিক তুলে ধরতে হাজির হচ্ছেন বড়পর্দায়। আর তাঁর এই অভিনয়যাত্রায় সঙ্গী হচ্ছেন ‘ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন’ প্রভু দেবা। ফলে দর্শকদের উত্তেজনা পৌঁছেছে তুঙ্গে।
২০২৬ সালে মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি ‘মুনওয়াক’। পরিচালনায় মনোজ এনএস ও প্রযোজনায় বিহাইন্ড উডস প্রোডাকশন। গতবছর থেকেই শোনা যাচ্ছিল রহমনের একটি বড় ঘোষণা আসছে। অনেকে ভেবেছিলেন নতুন সংগীত বা বিশেষ কোনও অ্যালবাম। কিন্তু যে তিনি অভিনয়ে হাতেখড়ি করতে চলেছেন, তা কেউই কল্পনা করতে পারেননি। অবশেষে নতুন বছরের প্রথম দিনেই এল সেই বড় খবর।
‘মুনওয়াক’ আদ্যোপান্ত একটি কমেডি ছবি। এখানে রহমনকে দেখা যাবে রীতিমতো ‘অ্যাংরি ইয়ং ম্যান’-স্বভাবের এক পরিচালকের চরিত্রে। চরিত্রটি কাল্পনিক হলেও গল্পে নাকি রয়েছে বেশ কিছু তিরিক্ষি-মেশানো মজার মোচড়। রহমন নিজেও এই নতুন রূপে যথেষ্ট উৎসাহী। পরিচালকের কথায়, গান রেকর্ডিংয়ের পর যখন তাঁকে চরিত্রটির কথা বলা হয়, তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। শুটিং সেটেও নাকি তার অভিনয় উপভোগ করতে দেখে টিমের সদস্যদের ভীষণ ভালো লেগেছে।
এখানেই শেষ নয়— ছবির পাঁচটি গানেও কণ্ঠ দিয়েছেন রহমন। আর ছবিতে যখন আছেন প্রভু দেবা, তখন উচ্চভোল্টেজ নাচের দৃশ্য থাকবে— এটাই স্বাভাবিক। পরিচালক জানিয়েছেন, রহমন ও প্রভু দেবাকে একসঙ্গে এমন কিছু দৃশ্যে দেখা যাবে যা দেখে দর্শক চমকে উঠবেন।
সব মিলিয়ে ২০২৬ সালে সিনেমাপ্রেমীদের জন্য বড় উপহার অপেক্ষা করছে। সঙ্গীতের মহারথী এআর রহমানের অভিনয়যাত্রা, প্রভু দেবার উপস্থিতি আর কমেডি-মেশানো গল্প— ‘মুনওয়াক’ যে বছরের অন্যতম বহুচর্চিত ছবি হতে চলেছে, তা এখনই স্পষ্ট।