চালু হচ্ছে ঢাকা-করাচি বিমান পরিষেবা, আরও কাছাকাছি পাক-বাংলাদেশ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২০: হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ আর পাকিস্তান ধীরে ধীরে কাছাকাছি আসছে। এবার সরাসরি ঢাকা-করাচি (Dhaka-Karachi) বিমান চলাচলে ছাড়পত্র দিল ইসলামাবাদ। বিগত এক বছরেরও বেশি সময় ধরে ঢাকা-করাচি বিমান রুট ফের চালু করার বিষয়ে আলোচনা চলছে দুই দেশের সরকার। অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূসের আমলে পাক-বাংলাদেশ ঘনিষ্ঠতাও বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ভারত বিদ্বেষ।
নতুন বছরে ঢাকা থেকে করাচি পর্যন্ত সরসারি বিমান চলাচলের অনুমতি দিল ইসলামাবাদ। আপাতত পরীক্ষামূলকভাবে বাংলাদেশের জাতীয় বিমানসংস্থা বিমান এয়ারওয়েজকে এই রুটে বিমান চালানোর অনুমতি দেওয়া হয়েছে। আপাতত চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত বিমান চালানো হবে। ইতিবাচক সাড়া মিললে স্থায়ীভাবে ঢাকা-করাচির মধ্যে বিমান চলবে। তবে, কবে থেকে বিমান পরিষেবা শুরু হবে, দিনে কতগুলি করে বিমান চলবে, কখন চলবে, সেই সূচি এখনও ঠিক হয়নি। আগামী সপ্তাহের মধ্যে সূচি নির্ধারিত হবে বলে খবর।
একদা ঢাকা ও করাচির মধ্যে বিমান চলাচল নিয়মিত ছিল। পরে তা বন্ধ হয়ে যায়। গত এক বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান ও বাংলাদেশের সরকার এই বিমান রুট চালু করার বিষয়ে আলোচনা চালিয়েছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে পাক সরকারের অনুমতি মিলল। ২০২৪ সালের ৫ আগস্ট গণবিক্ষোভের মাঝে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আপাতত ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ চালাচ্ছে। ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। দুই দেশের আকাশপথে সরাসরি যুক্ত হওয়া পাক ও বাংলাদেশের ঘনিষ্ঠতাকে ইঙ্গিত করছে।