অপ্রতিরোধ্য! নীতা ফুটবল অ্যাকাডেমিকে ৫ গোলে উড়িয়ে জয়ে অবিচল ইস্টবেঙ্গলের মহিলা দল

January 2, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৩: ইস্টবেঙ্গলকে হারানোর সাধ্য কার? টানা চার জয়ে লিগ টেবিলে শাসন শুরু করল সুলঞ্জনা-ফাজিলারা। গত ম্যাচের বিধ্বংসী মেজাজ এই ম্যাচেও ধরে রাখল লাল-হলুদ ব্রিগেড। সেসা (SESA) ফুটবল অ্যাকাডেমিকে ৯ গোলে ওড়ানোর পর, এবার নীতা ফুটবল অ্যাকাডেমিকে ৫-০ গোলে পরাস্ত করল তারা। এই নিয়ে লিগে টানা চারটি ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। গতবারের চ্যাম্পিয়নরা যে এবারও খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর, তা তাদের খেলাতেই স্পষ্ট।

ইন্ডিয়ান উইমেন্স লিগে (IWL) এখন একটাই ছবি স্পষ্ট, ইস্টবেঙ্গল মহিলা দলকে (East Bengal Women’s Team) হারানো প্রায় অসম্ভব, যদি না তারা নিজেরাই ভুল করে। টানা দুর্দান্ত ফর্মে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। সেসা ফুটবল অ্যাকাডেমিকে ৯-০ গোলে হারানোর পর এবার নীতা ফুটবল অ্যাকাডেমিকে ৫-০ গোলে উড়িয়ে দিল তারা। ফলে লিগে টানা চার ম্যাচে জয় তুলে নিল ইস্টবেঙ্গল। গতবারের চ্যাম্পিয়নরা যে আবারও শিরোপা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ, তা তাদের খেলার ধারাতেই স্পষ্ট হয়ে উঠছে।

এদিন ম্যাচের শুরু থেকেই বিপক্ষকে কার্যত দাঁড়াতে দেয়নি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথমার্ধের মাত্র ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় লাল-হলুদ। ফাজিলা ইকয়াপুটের বাড়ানো দুর্দান্ত পাস থেকে বল পান সুলঞ্জনা রাউল। পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে সোজাসুজি গোল করেন তিনি। শুরুতেই গোল পেয়ে গিয়ে আত্মবিশ্বাসে ভরপুর দেখায় দলকে। গোটা ম্যাচেই বলের দখল ছিল মূলত ইস্টবেঙ্গলের পায়েই, সেভাবে কোনও সুযোগই তৈরি করতে পারেনি নীতা এফএ।

ম্যাচের ৪২ মিনিটে ব্যবধান বাড়ান সৌম্যা। এবারও নেপথ্য কারিগর সেই ফাজিলা। তাঁর থ্রু বল থেকে দুর্দান্ত গ্রাউন্ডার শটে প্লেসিং করে গোল করেন সৌম্যা। নীতা এফএ-র গোলকিপার অদ্রিজা সরখেলের কিছুই করার ছিল না। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-হলুদের মেয়েরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ঝড় তোলে ইস্টবেঙ্গল। ৫১ মিনিটে বিপক্ষের সরিতার দুর্বল শট ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন, বল চলে যায় রাস্টির পায়ে। তিনি দূরপাল্লার শটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এরপর ৬৩ মিনিটে নীতা এফএ-র ডিফেন্সের ভুলে চতুর্থ গোলটি আসে। সতীর্থের সঙ্গে সুন্দর ওয়ান-টু খেলে জায়গা করে নিয়ে নিজের নামের পাশে গোল লেখান ফাজিলা ইকয়াপুট। ম্যাচে চারটি গোল হজম করে পুরোপুরি ভেঙে পড়ে বিপক্ষ দল।

খেলার একেবারে শেষ মুহূর্তে দলের হয়ে পঞ্চম গোলটি করেন নাওরেম প্রিয়াঙ্কা দেবী। রেফারি শেষ বাঁশি বাজাতেই ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। লিগের শুরুতেই লাল-হলুদ রমণীদের এই পারফরম্যান্স নিঃসন্দেহে প্রতিপক্ষ দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen