শাহরুখের জিভ কাটলেই ১ লক্ষ টাকা পুরস্কার! মুস্তাফিজুরকে কেনায় KKR মালিককে চরম হুমকি হিন্দু মহাসভার

January 2, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৩: আইপিএলের মিনি নিলামে (IPL mini auction) ৯.২ কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে কেকেআর-এ নেওয়ার পরেই বিতর্ক। সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। কেকেআর মালিক শাহরুখ খানকে বলা হল ‘দেশদ্রোহী’। অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আগ্রার জেলা সভাপতি মীরা রাঠোর দিলেন শাহরুখের ‘জিভ কেটে’ আনার হুমকি।

সম্প্রতি এক বিবৃতিতে মীরা রাঠোর ঘোষণা করেন, যে ব্যক্তি শাহরুখ খানের জিভ কেটে এনে দিতে পারবেন, তাঁকে হিন্দু মহাসভার পক্ষ থেকে এক লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। শুধু মৌখিক হুমকিই নয়, শাহরুখের ছবিতে কালি মাখিয়ে জুতোপেটা করে নিজের ক্ষোভ উগরে দেন ওই নেত্রী।

কেন এই চরম বিদ্বেষ? মীরা রাঠোরের অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের ওপর মৌলবাদীদের অত্যাচার চলছে, অথচ শাহরুখ খান সেই দেশের ক্রিকেটারকেই কোটি টাকা দিয়ে ভারতে নিয়ে আসছেন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ”বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের পুড়িয়ে মারা হয়েছে, আর এই লোকটি ওদের কিনে এনে স্থানীয়দের খাওয়াচ্ছেন। আজ আমি ওঁর মুখে কালি মাখিয়ে জুতোপেটা করেছি। আমাদের ভাইদের সঙ্গে এমনটা হলে আমরা কাউকে ছাড়ব না। আমাদের ভাইদের সঙ্গে যা হচ্ছে তা অন্যায়। যে ওঁর জিভ কেটে আমাদের এনে দেবে, তাকে আমরা ১,০০,০০০ টাকা নগদ পুরস্কার দেব।”

শাহরুখ খানকে (Shah Rukh Khan) লক্ষ্য করে এমন আক্রমণ অবশ্য এই প্রথম নয়। এর আগে বিজেপি (BJP) নেতা সঙ্গীত সোম এবং কথাশিল্পী দেবকী নন্দন ঠাকুরও অভিনেতার তীব্র সমালোচনা করেছিলেন। সঙ্গীত সোম শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলেও আখ্যা দিয়েছিলেন। যদিও বিজেপি বা অন্য কোনও দলের শীর্ষ নেতৃত্ব এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাননি।

প্রসঙ্গত, এবারের নিলামে বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিতে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দীর্ঘ লড়াই চালায় কেকেআর (KKR)। শেষ পর্যন্ত রেকর্ড দরে তাঁকে কেনে নাইটরা। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ওপার বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, বিসিসিআই (BCCI) মুস্তাফিজুরকে আইপিএলে (IPL) খেলার অনুমতি দেবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের খবর, “সরকারের তরফে বাংলাদেশি ক্রিকেটারদের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তাই এই ইস্যুতে বোর্ডের এখনই হস্তক্ষেপ করার কোনও জায়গা নেই।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen