৭০ লাখি BMW কিনবে না লোকপাল! বিতর্কের মুখে বাতিল ৫ কোটির টেন্ডার

January 2, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৩: প্রবল বিতর্কের মুখে সিদ্ধান্ত বদল দেশের দুর্নীতিদমন শাখা বা লোকপাল (Lokpal)। শেষ পর্যন্ত সাতটি বিলাসবহুল বিএমডব্লিউ (BMW) গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সরে এল তারা। বাতিল করা হয়েছে এ সংক্রান্ত বিতর্কিত টেন্ডার বা দরপত্রটিও। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই গাড়িগুলি কেনার পরিকল্পনা করা হয়েছিল, যা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা চলছিল।

ঘটনার সূত্রপাত গত বছরের শেষের দিকে। গত ১৬ অক্টোবর লোকপালের (Lokpal) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বিএমডব্লিউ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। নথিতে উল্লেখ ছিল, লোকপালের ব্যবহারের জন্য সাতটি ‘বিএমডব্লিউ ৩ সিরিজ ৩৩০ এলআই’ (BMW 3 Series 330 Li) গাড়ি কেনা হবে। শর্ত হিসেবে বলা হয়েছিল, গাড়িগুলির রং হতে হবে সাদা এবং বরাত দেওয়ার মাত্র দু’সপ্তাহের মধ্যে দিল্লির বসন্তকুঞ্জ অফিসে তা সরবরাহ করতে হবে।

বর্তমানে লোকপাল প্যানেলে চেয়ারপার্সন ছাড়াও আরও ছয়জন সদস্য রয়েছেন। মোট সাতজন সদস্যের প্রত্যেকের জন্য একটি করে বিলাসবহুল গাড়ি কেনার প্রস্তাব রাখা হয়েছিল। রেজিস্ট্রেশন ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রতিটি গাড়ির দাম পড়ার কথা ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। সেই হিসেবে মোট সাতটি গাড়ির জন্য সরকারি কোষাগার থেকে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ের রূপরেখা তৈরি হয়েছিল।

তবে এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা। দেশের সর্বোচ্চ দুর্নীতিদমন সংস্থার সদস্যদের এমন বিলাসিতা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানের মূল কাজের চেয়ে বিলাসিতার দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে। এছাড়া, যেখানে বর্তমানে সরকারি স্তরে পরিবেশবান্ধব বা বৈদ্যুতিন গাড়ি (EV) ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে, সেখানে কোটি কোটি টাকা খরচ করে পেট্রোল-ডিজেল চালিত বিলাসবহুল গাড়ি কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন পরিবেশবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। অনেকেই পরামর্শ দেন, বিএমডব্লিউ-এর পরিবর্তে বৈদ্যুতিন গাড়ি ব্যবহার করা উচিত।

সূত্রের খবর, চতুর্দিক থেকে ধেয়ে আসা এই সমালোচনার চাপেই নড়েচড়ে বসে লোকপাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, লোকপালের পূর্ণাঙ্গ বেঞ্চের বৈঠকের প্রস্তাবের ভিত্তিতেই শেষমেশ এই টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি সরকারিভাবে এই বিতর্কিত টেন্ডার বাতিলের কথা ঘোষণা করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen