‘জীবনের দাম মাত্র ২ লক্ষ!’ ইন্দোরে বিষাক্ত জলে মৃত্যুমিছিলে BJP সরকারকেই কাঠগড়ায় তুললেন উমা

January 2, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৩: দেশের সবচেয়ে ‘পরিচ্ছন্ন শহর’ ইন্দোরে পানীয় জলের বিষক্রিয়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দূষিত জল পান করে অন্তত ১০ জনের মৃত্যু এবং প্রায় দুই হাজার মানুষ অসুস্থ হওয়ার ঘটনায় তোলপাড় মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। এই মর্মান্তিক ঘটনায় অস্বস্তিতে পড়া বিজেপি (BJP) সরকারকে এবার তীব্র ভাষায় আক্রমণ করলেন দলেরই বর্ষীয়ান নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী (Uma Bharti)।

শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ উমা ভারতী নিজের দলের সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন। ২০২৫ সালে দাঁড়িয়েও দূষিত জল পানে মৃত্যুর ঘটনাকে তিনি রাজ্য সরকার ও প্রশাসনিক ব্যবস্থার জন্য ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সরকারি ঘোষণাকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, “মানুষের জীবনের দাম কি মাত্র ২ লক্ষ টাকা?” তাঁর মতে, স্বজন হারানো পরিবারের শোকের মূল্য অর্থ দিয়ে বিচার করা যায় না।

ঘটনার দায় এড়াতে বর্তমান বিজেপি সরকার যখন পূর্ববর্তী কংগ্রেস আমলের পরিকাঠামোকে দায়ী করার চেষ্টা করছে, তখন সেই তত্ত্ব নস্যাৎ করে দিয়েছেন উমা। দলের নেতাদের বিসলেরির জল পান করা নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন, “যদি আপনাদের দায় না থাকে, তবে পদ ছেড়ে জনতার কাছে যাননি কেন? এই পাপের কোনও সাফাই হয় না, প্রয়োজন প্রায়শ্চিত্ত ও দণ্ড।” তিনি মুখ্যমন্ত্রী মোহন যাদবকে ট্যাগ করে অবিলম্বে দোষী আধিকারিক ও জনপ্রতিনিধিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

প্রশাসন সূত্রে খবর, ইন্দোর শহরের ভগীরথপুরা এলাকায় জল সরবরাহের মূল পাইপলাইনের লিকেজ এবং সংলগ্ন শৌচাগারের বর্জ্য মিশে গিয়েই এই বিপত্তি ঘটেছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। কর দিয়েও বিষাক্ত জল পানে বাধ্য হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র জনরোষ দেখা দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen