শুভেন্দুর মন্তব্যে ‘সংখ্যালঘু ভাবাবেগে আঘাত’! চাঁচল থানায় FIR-র আর্জি মালদা তৃণমূলের

January 2, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: ছাব্বিশের ভোটের আবহে ফের উত্তপ্ত মালদার রাজনীতি। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে সরাসরি ধর্মীয় মেরুকরণ ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগ আনল ঘাসফুল শিবির। শুক্রবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসূন ব্যানার্জী (Prasun Banerjee) চাঁচল থানায় উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শুক্রবার মালদহে বিজেপির এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার’ এবং ‘চরিত্রহীন’ বলে কটাক্ষ করেন বলে অভিযোগ। এছাড়াও ওই সভা থেকে শুভেন্দু উত্তর মালদহ এবং নন্দীগ্রামের হিন্দু ভোটের পরিসংখ্যান তুলে ধরে মেরুকরণের বার্তা দেন।

তৃণমূল নেতার অভিযোগ, গত ২ জানুয়ারি ২০২৬ তারিখে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুভেন্দু অধিকারী যে বক্তব্য পেশ করেছেন, তা অত্যন্ত ‘বিপজ্জনক’ এবং ‘ভিত্তিহীন’। পুলিশকে দেওয়া চিঠিতে প্রসূনবাবু উল্লেখ করেছেন, বিরোধী দলনেতার এই মন্তব্যের জেরে দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বাড়ার আশঙ্কা রয়েছে এবং এটি সাধারণ জনজীবন বিপন্ন করতে পারে।

বিষয়টিকে লঘু করে দেখতে নারাজ শাসকদল। তাই ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর কড়া ধারায় তদন্ত চেয়ে এফআইআর (FIR) করার আর্জি জানানো হয়েছে। বিশেষ করে BNS-এর ১৯৬ (ধর্মের ভিত্তিতে শত্রুতা ছড়ানো), ২৯৯ (ধর্মীয় অনুভূতিতে আঘাত), ১৯২, ৩০২, ৩৫২ এবং ৩৫৬ ধারায় ধারার উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

প্রমাণের সপক্ষে ফেসবুক সহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মের লিঙ্ক পুলিশের কাছে জমা দিয়েছেন অভিযোগকারী। এই ঘটনাকে কেন্দ্র করে চাঁচল তথা মালদা জেলার রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen