BLO-র ‘মর্জিমাফিক’ ফরমান! কোমরে রড বসানো বৃদ্ধাকে শুনানিকেন্দ্রে যাওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৪০: নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশিকায় প্রবীণ ও অসুস্থ নাগরিকদের বাড়িতে গিয়ে শুনানির সংস্থান থাকলেও, বাস্তবে তার উল্টো চিত্র দেখা গেল পানিহাটিতে (Panihati)। সদ্য অস্ত্রোপচার হওয়া, কোমরে রড বসানো এক ৭৯ বছর বয়সী বৃদ্ধাকে সশরীরে শুনানিকেন্দ্রে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিএলও-র (BLO) বিরুদ্ধে। অমানবিক এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে।
জানা গিয়েছে, সোদপুর কাঠগোলা এলাকার একটি আবাসনের চারতলায় থাকেন অলকা মিত্র। ২০২১ সালে কোমরে অস্ত্রোপচারের পর রড বসানোয় তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। আবাসনে লিফট না থাকায় তাঁকে নিচে নামানো কার্যত অসম্ভব। সম্প্রতি ভোটার তালিকার শুনানির জন্য তাঁকে নোটিস পাঠানো হয়। অলকা দেবীর ছেলে সব্যসাচী মিত্র স্থানীয় বিএলও অমিত সাহার কাছে মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে বাড়িতে এসে নথি যাচাইয়ের অনুরোধ করেন।
অভিযোগ, বিএলও অমিত সাহা সেই অনুরোধ খারিজ করে সাফ জানিয়ে দেন, অসুস্থ হলেও বৃদ্ধাকে শুনানিকেন্দ্রেই আসতে হবে। এই ঘটনায় চরম অসহায়তার মধ্যে পড়েছে মিত্র পরিবার। স্থানীয় কাউন্সিলর প্রদীপ বড়ুয়া এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, ‘‘যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বয়স্কদের হেনস্থা না করার নির্দেশ দিয়েছেন, সেখানে আধিকারিকদের এই ভূমিকা দুর্ভাগ্যজনক।’’ তিনি ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি নিয়ে এইআরও (AERO)-র বক্তব্যেরও সমালোচনা করেছেন। প্রশাসনিক উদাসীনতায় এক প্রবীণ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।