আইএসএল সংকট: ফিফার হস্তক্ষেপ চেয়ে ভিডিও বার্তা সুনীল, গুরপ্রীত সহ একাধিক ফুটবলারের

January 2, 2026 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩.০০: নতুন বছর শুরু হয়ে গিয়েছে তবে ভারতীয় ফুটবল এখনও গভীর সংকটে মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন বছরের জানুয়ারি মাস শুরু হলেও এখনও নিশ্চিত নয় দেশের শীর্ষ লিগ, ইন্ডিয়ান সুপার লিগ (ISL), আদৌ অনুষ্ঠিত হবে কি না। দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসনিক অচলাবস্থা এবং আর্থিক জটিলতায় কার্যত থমকে গিয়েছে ভারতীয় ফুটবলের গতি।

এই পরিস্থিতিতে দেশের প্রথম সারির ফুটবলারদের পাশাপাশি বিদেশি তারকারাও এবার সরাসরি ফিফার দ্বারস্থ হওয়ার আবেদন জানিয়েছেন। জাতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান এবং অধিনায়ক সুনীল ছেত্রী সহ আইএসএল খেলা একাধিক দেশি ও বিদেশি তারকা এবার প্রকাশ্যে ফিফার কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। একটি ভিডিও বার্তায় গুরপ্রীত বলেন, “জানুয়ারি মাসে আমাদের আইএসএলের মাঠে থাকার কথা ছিল। কিন্তু তার বদলে আজ আমরা অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে বাধ্য হচ্ছি।” ঝিঙ্গান বলেন, “যেটা সবাই জানে, সেটাই আজ প্রকাশ্যে বলতে হচ্ছে।”

সুনীল ছেত্রী স্পষ্ট ভাষায় জানান, খেলোয়াড়, স্টাফ, মালিক ও সমর্থকদের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। তাঁর কথায়, “ভারতীয় ফুটবল সংস্থা এখন আর নিজের দায়িত্ব পালন করতে পারছে না। আমরা স্থায়ী অচলাবস্থার দিকে এগোচ্ছি।” ফুটবলারদের দাবি, এই আবেদন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং খেলার অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা। তাঁদের মতে, বর্তমান সংকট শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, মানবিক ও অর্থনৈতিক দিক থেকেও ভয়াবহ। কিছুদিন আগে ইস্টবেঙ্গল খেলোয়াড় সৌভিক চক্রবর্তীও এই বিষয়ে আওয়াজ তুলেছিলেন।

এর মধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়েছে, আইএসএলের প্রায় সব ক্লাবই ২০২৫-২৬ মরসুমে খেলতে আগ্রহী। তবে এই অংশগ্রহণ সম্পূর্ণভাবে নির্ভর করবে আর্থিক নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার উপর। ক্লাবগুলির দাবি, লিগ পরিচালনার জন্য কোনও ফি নেওয়া যাবে না এবং সংক্ষিপ্ত মরসুমের কারণে হওয়া অতিরিক্ত খরচের দায়িত্ব এআইএফএফকেই নিতে হবে। পাশাপাশি, ভবিষ্যতের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা-সহ রোডম্যাপ এবং সরকারি আর্থিক সহায়তার উদ্যোগও চাইছেন তারা।

এই অস্থিরতার মধ্যেই বড় ধাক্কা এসেছে মুম্বই সিটি এফসি-তে। সিটি ফুটবল গ্রুপ তাদের শেয়ার ছেড়ে দেওয়ায় ক্লাবটি আবার পুরনো মালিকদের হাতে ফিরে গিয়েছে। ২০১৯ সালে CFG-র বিনিয়োগ ভারতীয় ফুটবলে নতুন দিগন্ত খুলেছিল। ছয় বছরের সেই সফল অধ্যায় শেষ হওয়ায় প্রশ্ন উঠছে। শুধু তাই নয় একধীক বিদেশি ফুটবলার এই অনিশ্চয়তার কারণে আইএসএল এর ক্লাব ছেড়ে অন্য লিগে খেলার জন্য সই করেছেন। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ আদৌ কোন পথে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen