ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম

January 3, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.৫৫: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। ভোর প্রায় ৫টা ৫৮ মিনিটে সিকিমের সোরেং এলাকায় ভূমিকম্প হয়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। তবে এখনও পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৭.২১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮.২৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎসস্থল ছিল ভূগর্ভ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। মাত্র কয়েক সেকেন্ডের জন্যই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে।

অন্যদিকে শুক্রবার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মেক্সিকো। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৫। কম্পনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি মেক্সিকোর রাজধানী এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি পর্যটন কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত ৫০-এর উপর বাড়ি। কমপক্ষে ২ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen