মার্চ মাস থেকে এটিএমে মিলবে না ৫০০ টাকার নোট?

January 3, 2026 | 2 min read

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.০০: নোটবন্দির দুঃস্মৃতি ফের ফিরে আসাছে? শুক্রবার থেকে এরকমই প্রশ্ন সামাজমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। কারণ, দাবি করা হচ্ছে, চলতি বছরের মার্চ মাস থেকে আর এটিএমে মিলবে না ৫০০ টাকার নোট। খোদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর তরফে নাকি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, ৫০০ টাকার নোট আর ছাপানো হবে না। এমন তথ্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে।

এরপরই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ৫০০ টাকার নোট বাতিল হওয়ার খবরটি সম্পূর্ণ ‘ফেক নিউজ’ বা গুজব। শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক বিবৃতিতে জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এমন কোনো নির্দেশিকা জারি করেনি। এক্স (পুরোনো টুইটার) হ্যান্ডেলে পিআইবি লিখেছে, “সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে আরবিআই ২০২৬ সালের মার্চের মধ্যে ৫০০ টাকার নোট ছাপা বন্ধ করে দেবে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। ৫০০ টাকার নোট পুরোপুরি বৈধ এবং সাধারণ মানুষ নির্দ্বিধায় এই নোটে লেনদেন চালিয়ে যেতে পারেন।’’

গত কয়েক মাস ধরেই বিভিন্ন ইউটিউব ভিডিও এবং ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছিল যে, সরকার বড় নোট বাজার থেকে সরিয়ে নিতে চাইছে। এমনকি গত আগস্ট মাসেও সংসদের বর্ষাকালীন অধিবেশনে এই নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট জানিয়েছিলেন, ৫০০ টাকার নোটের সরবরাহ বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। এটিএমগুলোতে ১০০ ও ২০০ টাকার নোটের পাশাপাশি ৫০০ টাকার নোটও যথারীতি পাওয়া যাবে।

উল্লেখ্য, ৫০০ টাকার নোট বাতিলের গুজব ছড়িয়ে পড়ার ঘটনা অবশ্য এই প্রথমবার নয়। ২০১৬ সালের নভেম্বর মাসে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর বহুবার সোশাল মিডিয়ায় ছড়িয়েছে এমন গুজব। প্রতিবারই এই ইস্যুতে বিবৃতি জারি করেছে পিআইবি। সম্পতি গত বছরের জুন মাসে বিভিন সোশাল মিডিয়া পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়, ২০২৬-এর মার্চ মাস থেকে বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট। বহু ইউটিউব ভিডিওতেও এমন দাবি করা হয়। সেই সব গুজব এবার খারিজ করল ভারত সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen