বাংলাদেশ সফর নিয়ে ধোঁয়াশা: সূচি ঘোষণা হলেও চুপ BCCI

January 3, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.০০: বাংলাদেশ সফর নিয়ে ফের অনিশ্চয়তায় টিম ইন্ডিয়া। এক বছর আগে যে সফর অশান্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে বাতিল হয়েছিল, সেই সিরিজকেই নতুন করে ফিরিয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বর মাসে ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সূচি প্রকাশও করে দিয়েছে তারা। কিন্তু প্রশ্ন একটাই—ভারতীয় দল আদৌ কি বাংলাদেশে খেলতে যাবে?

বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী, ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের জুলাই মাসেও ঠিক একই ফরম্যাটে সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সেই সময় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাজনিত আশঙ্কা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভারত-বিরোধী অবস্থানের কারণে সফর স্থগিত হয়ে যায়। সরকারি ভাবে কিছু বলা না হলেও, সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকারই তখন বিসিসিআইকে বাংলাদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়।

এবার ফের সূচি ঘোষণা হলেও এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ক্রিকেট মহলের একাংশের মতে, এই সিরিজের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের উপর। আগামী ফেব্রুয়ারি মাসে সেখানে ভোট হওয়ার কথা। নির্বাচনের পর কোন সরকার ক্ষমতায় আসে এবং ভারতের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যায়, তার উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় বোর্ড।

সব মিলিয়ে, ক্যালেন্ডারে তারিখ থাকলেও মাঠে নামা নিয়ে এখনও সবুজ সংকেত নেই। নিরাপত্তা, কূটনীতি এবং রাজনৈতিক বাস্তবতা—এই তিনের সমীকরণ মেলালেই কেবল জানা যাবে, বিরাট কোহলিরা সত্যিই কি সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে পা রাখবেন, নাকি এই সিরিজ ফের পিছিয়ে যাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen