জানুয়ারিতেই উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে দুটি জনসভা করবেন নরেন্দ্র মোদী

January 3, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৫০: জানুয়ারির মধ্যেই রাজ্যে জোড়া কর্মসূচি করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ঠিক থাকলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুই জায়গায় দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। চলতি বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ফলে বছরের শুরু থেকেই রাজ্যের রাজনীতিতে বাড়ছে উত্তাপ। একদিকে রাজ্যজুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচারের গতি বাড়িয়েছে, অন্যদিকে পিছিয়ে নেই বিজেপিও। দিল্লির শীর্ষ নেতৃত্বকে সামনে এনে প্রচারের ঝাঁঝ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। সেই কৌশলেরই অঙ্গ হিসেবে জানুয়ারিতে ফের বাংলায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী।

বিজেপি সূত্রে খবর, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বাংলার দুপ্রান্তে দুটি জনসভা পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। ১৭ তারিখ উত্তরবঙ্গের মালদহ ও ১৮ তারিখ দক্ষিণের হাওড়ায় কর্মসূচি হতে চলেছে। বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে পারেন নরেন্দ্র মোদী। যদিও সভাস্থল এবং প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপির নেতারা। এনিয়ে মালদহ বা হাওড়ার জেলা নেতৃত্বও এখনও কিছু জানায়নি।

এর আগে গত ২০ ডিসেম্বর কৃষ্ণনগরের তাহেরপুরে জনসভায করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই তাহেরপুরে মতুয়া গড় হিসেবে পরিচিত। এসআইআরের প্রাথমিক খসড়ায় বহু মতুয়ার নাম বাদ যাওয়ায়র পরপরই মোদীর জনসভায় ঠিক কী বার্তা মেলে, সেদিকে নজর ছিল আমজনতার। কিন্তু ওইদিন আবহাওয়া খারাপ থাকায়, কুয়াশার কারণে মোদির কপ্টার নামতে পারেনি কৃষ্ণনগরে। তিনি দমদম বিমানবন্দর থেকে তাহেরপুরবাসীর উদ্দেশে ভারচুয়ালি ভাষণ দিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen