১৮-এর কিশোর বনাম অস্ট্রেলিয়ার ভয়ংকর গতি: পার্থে সচিনের ঐতিহাসিক শতরানের গল্প শোনালেন প্রবীণ অমরে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৩০: অস্ট্রেলিয়ার পার্থে ওয়াকার ক্রিকেট গ্রাউন্ড (WACA) মানেই বোলারদের স্বর্গ। খাড়া বাউন্স, ভয়ংকর গতি আর অনিয়মিত ওঠানামা—এই মাঠে ব্যাট করা মানেই সাহসের পরীক্ষা। ঠিক এমন এক কঠিন মঞ্চেই ১৯৯১-৯২ অস্ট্রেলিয়া সফরে মাত্র ১৮ বছর বয়সে নিজের জাত চিনিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেই শতরান আজও ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় ইনিংস হিসেবে বিবেচিত হয়।
ভারতীয় দল তখন সিরিজে চাপে। একের পর এক ব্যাটিং বিপর্যয়, অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে ভারতীয় ব্যাটাররা নিয়মিতই হোঁচট খাচ্ছেন। এমন পরিস্থিতিতে পার্থ টেস্ট ছিল আরও কঠিন চ্যালেঞ্জ। উইকেটে বড় বড় ফাটল, যেখানে বল কখন কী করবে—তা অনুমান করাই দায়। সেই ম্যাচের ১২তম খেলোয়াড় ছিলেন প্রবীণ অমরে। সচিনের সঙ্গে একই ঘরে থাকা অমরে পরে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “পিচের ফাটল এতটাই বড় ছিল যে সচিন সেখানে ব্যাট রেখে দিলে সেটা সোজা দাঁড়িয়ে থাকত।”
18 years old Tendulkar on the fastest pitch !#OnThisDay in 1992, @sachin_rt scored probably his best Test Hundred (@SGanguly99 rates this as Sachin’s best) at the WACA.
The 81 runs partnership with @JockMore for 9th wicket is still a record at WACA.
pic.twitter.com/QNWl7jk1KD— Cricketopia (@CricketopiaCom) February 2, 2024
ডিডি স্পোর্টসের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ক্রিকেট শো’-এ অমরের কথায় উঠে আসে সেই ঐতিহাসিক ইনিংসের অন্তরালের গল্প। তাঁর মতে, সচিনের অসংখ্য শতরানের মধ্যে পার্থের এই ইনিংস আলাদা জায়গা করে নেয়। কারণ এখানে শুধু রান নয়, ছিল মানসিক দৃঢ়তা, টেকনিক আর ম্যাচ সেন্সের অনবদ্য মিশেল। ক্রেগ ম্যাকডারমট, মেরভ হিউজ়, পল রাইফেলের মতো বিশ্বমানের পেসারদের বিরুদ্ধে এমন পিচে দাঁড়িয়ে থাকা ছিল রীতিমতো সাহসিকতার উদাহরণ।
১৬১ বল খেলে ১৬টি চারের সাহায্যে ১১৪ রান করেন সচিন। বাড়তি বাউন্স সামলাতে নরম হাতে খেলেছেন, অযথা ঝুঁকি নেননি, আবার সুযোগ পেলে রান তুলতেও ভোলেননি। বয়সে কিশোর হলেও ব্যাটিংয়ে ধরা পড়েছিল পরিণত একজন ক্রিকেটারের ছাপ।
পুরো সিরিজে সচিনই ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক—৩৬৮ রান, গড় ৪৬। যদিও সিরিজ শেষ হয় ভারতের ৪-০ হারে, তবু এই সফরেই অস্ট্রেলিয়ায় সচিন যুগের সূচনা। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় ২০টি টেস্টে ১,৮০৯ রান, গড় ৫৩.২০—ছয়টি শতরান তার প্রমাণ।
তবে এত কিছুর মধ্যেও পার্থের সেই শতরান আলাদা। কারণ সেদিনই ১৮ বছরের এক কিশোর ক্রিকেটের কঠিনতম মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে দিয়েছিল—সে শুধু খেলতে আসেনি, ইতিহাস গড়তে এসেছে।